নয়া স্ট্র্যাটেজি, বিপক্ষকে এক জায়গায় আটকে দেওয়া, বঙ্গ ভোটে নতুন ‘খেলা’!

নিজস্ব প্রতিনিধি:  দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় থেকে প্রণত টুডু বা হিরণ চট্টোপাধ্যায়, বিপক্ষের প্রধান প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনের দিন কোনও একটি জায়গায় আটকে দেওয়া হয়েছে,…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

নিজস্ব প্রতিনিধি:  দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় থেকে প্রণত টুডু বা হিরণ চট্টোপাধ্যায়, বিপক্ষের প্রধান প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনের দিন কোনও একটি জায়গায় আটকে দেওয়া হয়েছে, বা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে শাসকদলের মদতে, এমনটাই অভিযোগ উঠেছে।

বঙ্গ রাজনীতিতে এটাই বোধহয় শাসক দলের নতুন স্ট্র্যাটেজি, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা। যদিও তৃণমূলের দাবি এ কাজে দল যুক্ত নয়। গ্রামবাসীরা কোথাও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়ে থাকতে পারেন। এর বেশি আর কিছু নয়। কিন্তু গোটা বিষয়টির গভীরে প্রবেশ করলে বিশেষ কিছু তত্ত্বই কিন্তু উঠে আসছে।

শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজের কেন্দ্রে ভোট পরিস্থিতি দেখতে বেরিয়ে দীর্ঘক্ষণ আটকে ছিলেন কেশপুরের একটি অঞ্চলে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ এভাবে বিরোধী প্রার্থীকে এক জায়গায় আটকে রেখে বহু জায়গায় তৃণমূল অনায়াসে বুথ দখল করেছে। যেখানে কিনা বিপক্ষের প্রার্থী পৌঁছতেই পারেননি।

মূলত পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীর নজর থাকবে সেই বিশেষ একটি জায়গায়, যেখানে বিপক্ষের প্রার্থীকে আটকে দেওয়ায় অশান্তি চলছে। অর্থাৎ নির্বাচন কমিশন তথা প্রশাসনের নজর বিশেষ একটি জায়গায় কেন্দ্রীভূত করে দেওয়া। আর সেই সুযোগে নিজেদের ‘কাজ’ করে নেওয়া।

এটাই নাকি এই নির্বাচনে তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি। অর্থাৎ এভাবেই ‘খেলা’ হচ্ছে বা শেষ দফাতেও হয়ত হবে। অন্তত এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি, এই কথার কোনও ভিত্তি নেই। কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা বিজেপি আটকে রাখায় গ্রামবাসীরা কোথাও কোথাও বিক্ষোভ করেছেন, এমনটাই সাফাই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মোট কথা এই ধরনের অশান্তির ঘটনায় তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলীয় নেতৃত্ব।

এই নির্বাচনে এখনও পর্যন্ত বিপক্ষের প্রার্থীকে কোথাও আটকে দেওয়া বা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোটাই নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে নতুন ‘ট্রেন্ড’ হয়ে উঠেছে। এমন বাউন্সার উল্টোদিক থেকে আসতে পারে সেটা বোধহয় বিজেপির ধারণা ছিল না। তাই পরিস্থিতি সামলাতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছে তাদের। যদিও রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন একটি লোকসভা কেন্দ্রে প্রায় পৌনে দুই হাজার বুথ থাকে।.

সেখানে কয়েকটি জায়গায় অনিয়ম হলেই ফলাফল নিমেষে বদলে যাবে এমনটা ভেবে নেওয়া ঠিক হবে না। তবে যাই হোক না কেন, বিপক্ষের প্রার্থীকে যেভাবে আটকে দেওয়া হচ্ছে বা বিক্ষোভ দেখানো হচ্ছে, তা নিয়ে যথেষ্ট চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

লোকসভা ভোটের সব খবর জানতে নজর রাখুন

Politics: Discover the new strategy in West Bengal elections where opposition candidates like Dilip Ghosh, Arjun Singh, and Hiran Chattopadhyay are blocked or protested against on polling days. Allegations of ruling party tactics surface, adding tension to the political landscape. Loksabha Election 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *