নয়া শ্লোগান বেঁধে ভোটের প্রচারে ঝাপাচ্ছে তৃণমূল

আলিপুরদুয়ার: ‘চাইছে দেশের জনতা, প্রধানমন্ত্রী মমতা।’ শনিবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকিকে জেতাতে এই শ্লোগানই বেঁধে দিলেন দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিন আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল হলে ভিড়ে ঠাসা দলীয় কর্মিসভায় অরূপবাবু দলীয় কর্মী-সমর্থকদের প্রত্যেককেই নিজের নিজের বুথের দায়িত্ব নেওয়ার দাওয়াই দেন। প্রচারে মানুষের কাছে রাজ্য সরকারের ৪৯টি জনমুখী প্রকল্পের কথা তুলে ধরার পরমার্শ দেন।

নয়া শ্লোগান বেঁধে ভোটের প্রচারে ঝাপাচ্ছে তৃণমূল

আলিপুরদুয়ার: ‘চাইছে দেশের জনতা, প্রধানমন্ত্রী মমতা।’ শনিবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকিকে জেতাতে এই শ্লোগানই বেঁধে দিলেন দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিন আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল হলে ভিড়ে ঠাসা দলীয় কর্মিসভায় অরূপবাবু দলীয় কর্মী-সমর্থকদের প্রত্যেককেই নিজের নিজের বুথের দায়িত্ব নেওয়ার দাওয়াই দেন।

প্রচারে মানুষের কাছে রাজ্য সরকারের ৪৯টি জনমুখী প্রকল্পের কথা তুলে ধরার পরমার্শ দেন। পাশাপাশি ভোটে বিজেপি টাকা ছড়াচ্ছে কিনা সেদিকেও নজর রাখার পরামর্শ দেন। ভোটের প্রচারের কৌশল ঠিক করতে এদিন শহরের মিউনিসিপ্যাল হলে দলীয় জেলা পর্যবেক্ষক অরূপবাবু দলের সমস্ত শাখা সংগঠনের কর্মীদের নিয়ে সভা করেন। সভায় দলের বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সহ সর্বস্তরের দলীয় জন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কর্মিসভায় মূল বক্তা অরূপবাবুর আগে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি মোহন শর্মা, জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seventeen =