কলকাতা: ভর্তুকিবিহীন রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে আবেদনের পদ্ধতি ঘোষণা করল রাজ্য সরকার৷ দারিদ্র্যসীমার উপরে পরিবারের জন্য সস্তার চাল-আটার বরাদ্দ তুলে দিতে চাইছে রাজ্য, যাদের রেশন প্রয়োজন হয় না৷ ভর্তুকি তুলে দেওয়ার পরিবর্তে সচ্ছল পরিবারগুলিকে দেওয়া হবে ভর্তুকিবিহীন ডিজিটাল রেশন কার্ড৷ যা থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে৷ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের বহুপ্রতীক্ষিত সেই রেশন কার্ডের জন্য আবেদনের দরজা খুলছে আগামী মাসেই৷
খাদ্য দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর ভর্তুকিবিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হবে৷ সংশ্লিষ্ট ১০ নম্বর ফরম পাওয়া যাবে নির্দিষ্ট খাদ্য দপ্তরের অফিসে৷ আবেদন করা যাবে অনলাইনে৷ খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ফরম ডাউনলোড করা যাবে৷ ফরম পূরণ করে তা হাতে হাতে জমা দেওয়ার পাশাপাশি পুরো পর্বটি কম্পিউটার বা মোবাইলে করার সুযোগ থাকছে৷ সে ক্ষেত্রে পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে৷ আবেদনের ৩০ দিনের মধ্যে ডাকযোগে বাড়িতে চলে আসবে চকচকে ডিজিটাল রেশন কার্ড৷ সেটি হাতে পাওয়ার পর পুরানো কার্ডটি বাতিল হয়ে যাবে৷ নতুন রেশন কার্ড নিয়ে গ্রাহক ভর্তুকি জিনিসপত্র কিনতে পারবেন৷ এমনকী এই কার্ড ব্যবহার করে বেসরকারি বিপনী কেন্দ্রে থেকেও পাওয়া যেতে পারে ছাড়৷ ছাড়ের বিষয়ে বেসরকারি বিপনী সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে৷ জিনিসপত্র কেনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক৷
আগামী ৫ নভেম্বর থেকে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে৷ রাজ্যজুড়ে বিডিও অফিস পুরসভা কর্পোরেশনের অফিসে আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ সেখানে সরাসরি হাজির হয়ে ১০ নম্বর ফরম জমা দিতে পারবেন৷ ওই বিশেষ শিবিরে ডিজিটাল কার্ড সংক্রান্ত যেকোনও নাগরিক ৩ থেকে ৯ নম্বর পর্যন্ত ফরম জমা করাতে পারবেন৷ এর আগে নয় থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় স্পেশাল ক্যাম্পের মাধ্যমে ৯২ লক্ষ্য আবেদনপত্র জমা পড়েছিল৷