হাসপাতালে বহিরাগত রুখতে নয়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

কলকাতা: NRS জট কাটাতে অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন ৩১ মেডিক্যাল পড়ুয়ারা৷ নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকেও ‘আমরা-ওরার’ বিভেদ৷ বৈঠকের খবর সরাসরি সম্প্রচারের অনুমতি ঘিরেও তুঙ্গে বিতর্ক৷ দু’টি বাংলা সংবাদমাধ্যম ছাড়া আরও কোনও সংবাদ মাধ্যমে অনুমতি দেয়নি নবান্ন৷ এমনকি, সংবাদ সংস্থাকেও দেওয়া হয়নি সম্প্রচারের অনুমতি৷ এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রথমে প্রশাসনিক আধাকিরদের সঙ্গে পরিচয় করিয়ে

হাসপাতালে বহিরাগত রুখতে নয়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

কলকাতা: NRS জট কাটাতে অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন ৩১ মেডিক্যাল পড়ুয়ারা৷ নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকেও ‘আমরা-ওরার’ বিভেদ৷ বৈঠকের খবর সরাসরি সম্প্রচারের অনুমতি ঘিরেও তুঙ্গে বিতর্ক৷ দু’টি বাংলা সংবাদমাধ্যম ছাড়া আরও কোনও সংবাদ মাধ্যমে অনুমতি দেয়নি নবান্ন৷ এমনকি, সংবাদ সংস্থাকেও দেওয়া হয়নি সম্প্রচারের অনুমতি৷

এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রথমে প্রশাসনিক আধাকিরদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ এরপর তিনি জানতে চান তাঁদের কী সমস্যা৷ পড়ুয়াদের মুখে সমস্যা শুনে হাসপাতালে বহিরাগত রুখতেও কড়া ব্যবস্থা নেওয়ারও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷

আমাদের ভয়ের মধ্যে কাজ করতে হচ্ছে বলেও বৈঠকে মুখ্যমন্ত্রীকে বললেন জুনিয়র ডাক্তাররা৷ মুখ্যমন্ত্রীর সামনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জুনিয়র ডাক্তাররাদের প্রতিনিধি দল৷ জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, ‘‘আমরা দ্রুত কাজে ফিরতে চাই৷ চিকিৎসকদের মারধর করা স্পর্ধায় পরিণত হয়েছে৷ রাজনৈতিক দলগুলি এসেও হইচই করছে৷ বহিরাগতরা হামলা করছে৷ আমাদের আশা আপনি ব্যবস্থা নেবেন’’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহিরাগতদের আটকাতে সম্ভব হলে ইমার্জেন্সির বাইরে গেট বসান৷ যাতে দু’জনের বেশি কাউকে ঢুকতে না পারে৷ এই ব্যবস্থা হাসপাতালকে করতে হবে৷ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা হলে তা দেখবেন পুলিশের এক নোডাল অফিসার৷ চিকিৎসক নিগ্রহ কাণ্ডে ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে৷ চিকিৎসকদের কারও বিরুদ্ধে মামলা করা হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 18 =