কলকাতা: বাংলায় মাটির রসগোল্লা পাবে বিজেপি। বাংলায় পরিবর্তন এনেছি এবার দিল্লিতেও পরিবর্তন হবে। নির্বাচনী প্রচারে উত্তাপ বাড়িয়ে নরেন্দ্র মোদি, অমিত শাহদের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের কাছে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির আসানসোলের সভার দিনই তাঁকে মিথ্যেবাদী ও রেল প্রকল্প নিয়ে বিঁধলেন তৃণমূল সভানেত্রী।
মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিন হুগলি ও হাওড়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে প্রথম সভাটি করেন আরামবাগ পারুল মাঠে। কেন্দ্রীয় বাহনীর জওয়ানদের সতর্ক করে দেন। মমতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। এখান থেকেই কেন্দ্রীয় বাহিনীর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।
তৃতীয় দফার ভোট চলাকালীন ফের রাজ্যে সাত দফা ভোট নিয়ে সরব হন তৃণমূল সভানেত্রী। বিজেপির সুবিধার জন্যই সাত দফায় ভোট বলে মনে করেন মমতা। মোদীর আসানসোলের সভা নিয়েই কটাক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখান থেকেই অপরূপা পোদ্দারের সমর্থনে খানাকুলে দ্বিতীয় সভা করেন। বাংলায় পরিবর্তন এনেছি, এবার দিল্লিতেও পরিবর্তন হবে। খানাকুল ফুটবল মাঠে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে মমতা। বাংলায় বিজেপি মাটির ঢেলার রসগোল্লা পাবে বলে কটাক্ষ করেন মমতা। বিজেপি শীর্ষ নেতাদের টার্গেট বাংলাকে এভাবেই কটাক্ষ করেছেন তৃণমূল চেয়ারপার্সন।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার বড়গাছিয়ায় হাসপাতাল মাঠে সভা করেন। এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় মোদিকে ফের বাংলায় রেলপ্রকল্প নিয়ে কটাক্ষ করেন। আসলে রেলপ্রকল্প নিয়ে মোদীর অভিযোগের পালটা জবাব এখানেও দিলেন। পুজোর প্রসঙ্গে টেনে মোদিকে পরোক্ষে মিথ্যেবাদী বলেও কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র শক্তি তৃণমূল বলে এদিনও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।