মৃতদেহ আটকে নয়া শর্ত পুলিশের, আগুন জ্বালাল বিজেপি

বোলপুর: মৃতদেহ ঘিরে রাজনীতি চলছেই৷ মৃতদেহ সৎকারের জন্য আবেদন করেও দেহ পেলেন না নানুরের মৃত বিজেপি কর্মীর পরিবার৷ পুলিশের অনুমতি না দিলে দেহ ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ আর এরই প্রতিবাদে এবার রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ স্থানীয় বিজেপি কর্মীদের৷ বিজেপি কর্মীদের অভিযোগ, বোলপুর হাসপাতাল থেকে দেহ আনতে গেলে তাঁদের জানিয়ে দেওয়া

মৃতদেহ আটকে নয়া শর্ত পুলিশের, আগুন জ্বালাল বিজেপি

বোলপুর: মৃতদেহ ঘিরে রাজনীতি চলছেই৷ মৃতদেহ সৎকারের জন্য আবেদন করেও দেহ পেলেন না নানুরের মৃত বিজেপি কর্মীর পরিবার৷ পুলিশের অনুমতি না দিলে দেহ ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ আর এরই প্রতিবাদে এবার রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ স্থানীয় বিজেপি কর্মীদের৷

বিজেপি কর্মীদের অভিযোগ, বোলপুর হাসপাতাল থেকে দেহ আনতে গেলে তাঁদের জানিয়ে দেওয়া হয়, নানুর থানার অনুমতি না নিলে দেহ তাঁদের হাতে হস্তান্তর করা যাবে না৷ এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন মৃত পরিবারের আত্মীয়রা৷ প্রতিবাদে বোলপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বসেন বিজেপি কর্মীরা৷ সেখানে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে অনুপম হাজরা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব৷

দেহ যাতে কোনোভাবেই পুলিশের অনুমতি ছাড়া পরিবারের হাতে তুলে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বোলপুর হাসপাতালের মর্গে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ আজ রাত পর্যন্ত দেহ না পেয়ে চূড়ান্ত ক্ষুব্ধও মৃতের পরিবার৷ আপাতত বোলপুর হাসপাতালের মর্গে পড়ে আছে বিজেপি কর্মীর দেহ৷

সোমবার গভীর রাতে এনআরএস হাসপাতাল থেকে বিজেপি কর্মীর দেহ পরিবারের অনুমতি ছাড়া বোলপুর হাসপাতালে পৌঁছে দিয়ে এন্টালি থানার পুলিশ৷ মঙ্গলবার সকাল থেকেই এই নিয়ে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়৷ আজ পুলিশের তরফে মৃতের পরিবারকে শর্ত দেওয়া হয়৷ মৃতদেহ নিয়ে কোনোরকম মিছিল বা সংবর্ধনা, কিছুই করা যাবে না৷ দেহ সরাসরি নিয়ে যেতে হবে শ্মশানে৷ আর এই নিয়ে শুরু হয় বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =