অর্জুন দুর্গে শুরু ঘাসফুলে নয়া অধ্যায়

বারাকপুর: বছর শেষেই আরও একটি পুরসভা হাতাছাড়া হতে চলেছে বিজেপির৷ সাংসদ অর্জিন সিংহের নিজের দুর্গে বলে পরিচিত ভাটপাড়া পুরসভা এবার দখল নিতে চলেছে তৃণমূল৷ সেই মর্মে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে চলেছে শাসক তৃণমূল৷ জানা গিয়েছে, দলবদলের সৌজন্যে ভাটপাড়া দখল করেছিল বিজেপি৷ এবার সেই একই দলবদলের সৌজন্যে ভাটপাড়া দখলের আনুষ্ঠানিক তোড়জোড় শুরু করতে চলছে শাসক শিবির৷

অর্জুন দুর্গে শুরু ঘাসফুলে নয়া অধ্যায়

বারাকপুর: বছর শেষেই আরও একটি পুরসভা হাতাছাড়া হতে চলেছে বিজেপির৷ সাংসদ অর্জিন সিংহের নিজের দুর্গে বলে পরিচিত ভাটপাড়া পুরসভা এবার দখল নিতে চলেছে তৃণমূল৷ সেই মর্মে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে চলেছে শাসক তৃণমূল৷

জানা গিয়েছে, দলবদলের সৌজন্যে ভাটপাড়া দখল করেছিল বিজেপি৷ এবার সেই একই দলবদলের সৌজন্যে ভাটপাড়া দখলের আনুষ্ঠানিক তোড়জোড় শুরু করতে চলছে শাসক শিবির৷ জানা গিয়েছে, পুরসভা দখলে নিয়ে আগামী সপ্তাহে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল৷ শুক্রবার রাতেই এই সংক্রান্ত সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করে ফেলেছে ঘাসফুল শিবির৷ শুক্রবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি সাংসদ অর্জুনের ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে অনস্থা আনা হবে৷ অনাস্থা চিঠির ১৫ দিনের মধ্যে নেওয়া হবে অনাস্থা ভোট৷

এই মুহূর্তে ভাটপাড়া পুরসভায় ১৮ জন কাউন্সিলর এখন তৃণমূলের দখল৷ পুরসভা দখল নিতে প্রয়োজন ১৭ জনের সমর্থন৷ ফলে, তৃণমূলের হাতে রয়েছে সেই প্রয়োজনীয় সংখ্যা৷ সব ঠিকঠাক থাকলে বছর শেষে ভাটাপাড়ার দখল নিতে পারে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =