কলকাতা: মুখ্যমন্ত্রীর কার্শিয়ঙে প্রচার শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাহাড়ে ডেলো বাংলোর বিতর্কিত বৈঠকের প্রসঙ্গে ফের খুচিয়ে তুলে নয়া বোমা ফাটালেন বিজেপি নেতা মুকুল রায়৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতাকে আক্রমণ করে ভোটের বাজারে ফের ডেলোর বৈঠক তুলে চাঞ্চল্যকর দাবি করেন মুকুল৷
সাংবাদিক বৈঠকের শেষমুহূর্তে মুকুল রায় বলেন, ‘‘ডেলোতে ওই দিন দুটি বৈঠক হয়েছিল৷ একটি সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে ও অন্যটি রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে৷’’ ওই বৈঠকে কি মুকুল নিজে উপস্থিত ছিলেন? সাংবাদিক মহল থেকে প্রশ্ন উঠতেই জবাব দেন তৃণমূল ছেড়ে আসা বিজেপি নেতা৷ জবাবে বলেন, “আমি প্রথম মিটিংটায় ছিলাম৷ দ্বিতীয়টায় ছিলাম না৷’’
ব্যাস, এটুকু বলেই উঠে যান মুকুল রায়৷ এত দিন বিরোধীরা ডেলোর বৈঠক নিয়ে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে৷ কিন্তু মুকুল কিছুই বলেননি৷ এবাব ভোটের বাজারে সেই প্রসঙ্গ তুলে সারদা-নারদায় মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের জবাব দেন মুকুল৷
গত রবিবার কোচবিহারের সমাবেশ থেকে সারদা, নারদা, রোজভ্যালি নিয়ে মমতার বিরুদ্ধে তোপ দাগেন মোদি৷ মোদিকে পাল্টা দেন মমতা৷ গত ৭ এপ্রিল মোদীর সভা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে তৃণমূল নেত্রী মমতা বলেছিলেন, “সারদা, নারদা নিয়ে বড় বড় কথা বলেছেন, কিন্তু যে লোকটা আপনার পাশে দাঁড়িয়ে মিটিং পরিচালনা করছে সে তো সারদা, নারদা দুই কেলেঙ্কারিতেই অভিযুক্ত৷” এদিন নাম না করে মুকুলের বিরুদ্ধেই নিশানা করেন করেন মমতা৷ মমতার এই কটাক্ষের চার দিনের মাথায় জবাব দিলেন বিজেপি নেতা৷