মোদির শপথে লাড্ডু বিলি, বাঁশ-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের মার

কলকাতা: মোদির শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে এলাকায় লাড্ডু বিলি করতে গিয়ে আক্রন্ত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ৷ বাঁশ-লাঠির বাড়িতে জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ থানায় দায়ের তৃণমূল-বিজেপির অভিযোগ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোদি সরকারের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে যাদবপুরের পঞ্চসার এলাকায় লাড্ডু বিলি করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ অভিযোগ, এলাকায় লাড্ডু বিলি শুরু হতেই একদল দুষ্কৃতী

মোদির শপথে লাড্ডু বিলি, বাঁশ-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের মার

কলকাতা: মোদির শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে এলাকায় লাড্ডু বিলি করতে গিয়ে আক্রন্ত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ৷ বাঁশ-লাঠির বাড়িতে জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ থানায় দায়ের তৃণমূল-বিজেপির অভিযোগ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোদি সরকারের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে যাদবপুরের পঞ্চসার এলাকায় লাড্ডু বিলি করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ অভিযোগ, এলাকায় লাড্ডু বিলি শুরু হতেই একদল দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়৷ ঘটনায় বেশ কয়েকজন জখম হন৷ বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ পাল্টা হামলার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে থানায় নালিশ তৃণমূলের৷

অন্যদিকে,এলাকায় নিত্য বোমাবাজির প্রতিবাদে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের অন্নপূর্ণা মোড়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা৷ নেতৃত্ব দেন সিপিএম কাউন্সিলার৷ কাউন্সিলারের অভিযোগ, লোকসভা নির্বাচনে পর থেকেই ১০১ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী লিড দিয়েছে৷ সেটা সহ্য করতে পারছে না শাসকদল৷ আর তার জেরেই রাতে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের বাহিনী৷ পুলিশও নিষ্ক্রিয়৷ অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =