অভিনব প্রচার, শাড়ি, টিকিট ছেড়ে এবার টিপের পাতায় মোদি

আজ বিকেল: শাড়িতে ছবি, ট্রেনের টিকিটে, এয়ার টিকিট, চায়ের কাপের পর এবার টিপের পাতায় মিত্রোঁ। ঠিকই ধরেছেন, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলছি। পারশ ফ্যান্সি বিন্দির ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন মোদি। শুনতে অস্বস্তি হলেও বিজেপি নেতাদের মতে, দেশের মানুষ প্রধানমন্ত্রীকে পছন্দ করে, তাই তিনি শাড়ি থেকে টিপ সবেতেই থাকেন। যদিও বিরোধীদের দাবি, এটা সুকৌশলে প্রচার। নির্বাচনী

7fe670cc5a8f1bcb57ef61f97ba55e72

অভিনব প্রচার, শাড়ি, টিকিট ছেড়ে এবার টিপের পাতায় মোদি

আজ বিকেল: শাড়িতে ছবি, ট্রেনের টিকিটে, এয়ার টিকিট, চায়ের কাপের পর এবার টিপের পাতায় মিত্রোঁ। ঠিকই ধরেছেন, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলছি। পারশ ফ্যান্সি বিন্দির ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন মোদি। শুনতে অস্বস্তি হলেও বিজেপি নেতাদের মতে, দেশের মানুষ প্রধানমন্ত্রীকে পছন্দ করে, তাই তিনি শাড়ি থেকে টিপ সবেতেই থাকেন। যদিও বিরোধীদের দাবি, এটা সুকৌশলে প্রচার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন মোদি, যদিও তাতে আমল দিতে নারাজ নমো সমর্থকরা।

এদিকে পারশ টিপের পাতায় মোদিকে দেখেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএণম সাংসদ মহম্মদ সেলিম।তিনি এক টুইট বার্তায় বলেছেন, “তাহলে পেটিএম-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এ বার পারস ফ্যান্সি বিন্দিরও মুখ। সত্যি মোদির পক্ষে সব সম্ভব।” এর আগে গুজরাতের এক শাড়ি প্রস্তুতকারক সংস্থা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া শাড়ি তৈরি করে শিরোনামে এসেছিল। এ বার শিরোনামে এল এক টিপ প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার তৈরি টিপের প্যাকেটে দেখা যাচ্ছে মোদির ছবি। সেইসঙ্গে বিজেপির লোগোও রয়েছে টিপের প্যাকেটে। এমনকী প্যাকেটের তলায় লেখা, ‘ফির সে মোদি সরকার’।

কিছুদিন আগে গুজরাটের এক দম্পতি তাঁদের বিয়ের কার্ডে নমোর ছবি ছাপিয়েছিলেন। বিয়েতে আসা অতিথিদের কাছে একটাই অনুরোধ ছিল উপহার নয় ভোটটি বিজেপিকে দিন। এরপর গো এয়ারের টিকিটে মোদি, কাঠগোদাম গামী শতাব্দী এক্সপ্রেসে চায়ের কাপে মোদি, এমনকী, ট্রেনের টিকিটেও তিনি জ্বল জ্বল করছেন। এমন বহুমুখী প্রচার দেখে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীরা সুযোগ পেলেই তোপ দাগছে, বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। তবে ব্যবসায়ীদের আশা, শাড়ির মতো টিপের মার্কেটেও নমো সাড়া ফেলতে চলেছেন। তবে যে কারণে তএহেন প্রচার সেই কারণ আদৌ সাফল্যের মুখ দেখবে কি না তা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *