আজ বিকেল: তীরে এসেও শেষরক্ষা হল না, তরী অবশেষে ডুবেই গেল। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে ১১ এপ্রিল অর্থাৎ আগামী কাল মুক্তি পাচ্ছে না বহুচর্চিত আত্মজীবনী মূলক ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির পরিচালক নিজেই জানিয়েছিলেন নতারিখে ছবি মুক্তির সম্ভাব্য দিন। তবে সেসব পুরনো কথা, নতুন খবর হল ভোটের আগে পিএম নরেন্দ্র মোদির মুক্তি রদ করে দিল কমিশন। রাষ্ট্রপতির অঙ্গুলিহেলনেই যে এমনটা ঘটেছে তা একপ্রকার নিশ্চিত সকলে।
কিন্তু কারণটা কি, এর আগেই মোদিকে নিয়ে ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছিল। ভোটের আগে মোদির ছেলেবেলা সেখান থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী ও পরে ২০১৪-তে দেশের প্রধানমন্ত্রী হওয়া। গত পাঁচবছরে তাঁর উন্নয়ন মূলক কাজ, এসব নিয়েই ছবির চালচিত্র। তবে চালচিত্রে যাই থাকুক ভোটের আগে এই ছবি মুক্তি পেলে যে রাজনৈতিক সুবিধা পেয়ে আখেরে লাভবান হবে বিজেপি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই ছবির মুক্তি আটকাতে কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে সেই মামলাতে বিশেষ কোনও সুবিধা হয়নি। ছবি মুক্তি যখন প্রায় নিশ্চিত তখন একাধিক বিরোধী নেতা সাংসদ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। তারপরেই কমিশনের তরফে জানানো হয়, ভোটের আগে আর মুক্তি পাচ্ছে না পিএম নরেন্দ্র মোদি। এই খবরে স্বস্তির শ্বাস বিরোধী মহলে।
অন্যদিকে পিএম নরেন্দ্র মোদির মুক্তি রদ ও রাফাল মামলার পুনর্বিবেচনা প্রসঙ্গে বেশ প্রথম দফার ভোটের আগেই বেশ বিপাকে পড়ল বিজেপি।