নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ‘নমো’ টিভি লঞ্চ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ‘নমো‘ টিভি একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল। গত ৩১ মার্চ এটি লঞ্চ করা হয় নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার দেখানোর উদ্দেশ্যে। যা নিয়ে বিরোধীরা প্রবল আপত্তি তুলেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি লেখার পাশাপাশি দূরদর্শনকেও চিঠি দিয়েছে কমিশন। কীভাবে গত ৩১ মার্চ নরেন্দ্র মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ শীর্ষক অনুষ্ঠান দেখানো হলো তা জানাতে বলা হয়েছে। নরেন্দ্র মোদীর নামে তৈরি এই চ্যানেলে লোগো হিসাবে তাঁর ছবিই ব্যবহার করা হয়েছে। শুধু মোদীর প্রচার লাইভ দেখানোই৷