কাটমানি বিতর্কে তৃণমূলকে বিঁধে ২১ জুলাইয়ের মঞ্চে নচিকেতা

কলকাতা: কাটমানি-কাণ্ডে এবার গান বাঁধে তৃণমূলকে অস্বস্তি ফেলার পর এবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে উঠে গান গাইলেন নচিকেতা৷ নিলেন উপহারও৷ রবিবার সাড়ে ১১টা নাগাদ নচিকেতাকে মঞ্চে বসতে দেখা যায়৷ সাংসদ সৌগত রায় ও পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই বসতে দেখা যায় নচিকেতাকে৷ এর আগে কাটমানি বিতর্কের পর নেতা-মন্ত্রীদের আক্রমণ করে নচিকেতার গান বাংলার রাজনীতিতে নয়া

কাটমানি বিতর্কে তৃণমূলকে বিঁধে ২১ জুলাইয়ের মঞ্চে নচিকেতা

কলকাতা: কাটমানি-কাণ্ডে এবার গান বাঁধে তৃণমূলকে অস্বস্তি ফেলার পর এবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে উঠে গান গাইলেন নচিকেতা৷ নিলেন উপহারও৷ রবিবার সাড়ে ১১টা নাগাদ নচিকেতাকে মঞ্চে বসতে দেখা যায়৷ সাংসদ সৌগত রায় ও পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই বসতে দেখা যায় নচিকেতাকে৷

এর আগে কাটমানি বিতর্কের পর নেতা-মন্ত্রীদের আক্রমণ করে নচিকেতার গান বাংলার রাজনীতিতে নয়া মাত্রা যুক্ত করে৷  নচিকেতার এই গান টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ টুইটারে লেখেন, ‘‘মানুষের মনের কথা গানের মাধ্যমে সঠিক মাত্রার ‘Sattire’-এর তড়কা লাগিয়ে সকলের সামনে নিয়ে আসার জন্য নচিকেতা-দাকে আমার অশেষ ধন্যবাদ৷’’

২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বহুবার মমতার পাশে দেখা গিয়েছিল নচিকেতাকে৷ বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের লড়াইয়ের পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন৷ সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলনের সময় বারংবার মমতার পাশে থেকে সমর্থন জুগিয়েছেন বাংলা আধুনিক গানের জনপ্রিয় নায়ক৷ এবার কাটমানি-কাণ্ডে গান বাঁধে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেও ফের ২১-এর মঞ্চে দেখা গেল নচিকেতাকে৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নচিকেতার গানটি ঠিক এই রমক৷ ‘‘খেয়েছেন যাঁরা কাটনি, দাদারা অথবা দিদিমণি, এসেছে সময়, এবার ক্যালাতে ক্যালাতে ফেরত দিন আসছে দিন/ মন্ত্রী অথবা আমলা জনরোষ এবার সামলা/তুলবে চামড়া, অসাধু দামড়া বাতাসে বাজছে অন্য দিন, আসছে দিন/এতদিন যাঁরা করেছে সেলাম, ভয়েতে থেকেছে বাধ্য গোলাম, এখন তাঁদের মুখেতে প্রশ্ন, উত্তর আছে কী?/ লালবাতিওয়ালা গাড়ি চড়ো, মানুষকে তোমরা বোকা মনে করো, সেই মানুষ আজ পাসকাটে তোমার পিছটা ঢাকা কি? খেয়ে মরে ঘাস, আপনারা ডিম খেয়ে যাচ্ছেন বহু দিন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =