কলকাতা: কাটমানি বিতর্কের উত্তাল বাংলা৷ জেলায় জেলায় টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসেছেন স্থানীয় বাসিন্দারা৷ কাটমানি রুখতে মনিটরিং সেল অন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভ্যান্সেস গঠন করাও হয়েছে৷ দিন ১৫-র মধ্যেই নবান্নে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে৷ অভিযোগের বহর দেখে এবার জেলায় জেলায় বিশেষ তদন্তকারী দল পাঠাতে চলেছে নবান্নে৷
জানা গিয়েছে, কাটমানি রুখতে মনিটরিং সেল অন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভ্যান্সেসের কাছে আসা অভিযোগ খতিয়ে দেখতে এবার জেলায় জেলায় অভিযানে নামবে নবান্নের এই বিশেষ দল৷ অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও খবর৷ কোথায় কোথায় কী ধরনের অভিযোগ আসছে, কাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আসছে, তাও খতিয়ে দেখবে নবান্নের এই বিশেষ প্রতিনিধি দল৷
সরকারি পরিষেবা থেকে বঞ্চিতদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কেউ সরকারি বরাদ্দ থেকে চাইছে কাটমানি৷ এই সংক্রান্ত অভিযোগ জানাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে টোল ফ্রি টেলিফোন নম্বর, এসএমএস ও ই-মেল চালু করা হয়েছে৷ অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫৮২৪৪৷ এসএমএস করা যাবে ৯০৭৩৩০০৫২৪ নম্বরে৷ ই-মেলে অভিযোগ জানানোর আইডি হল, wbcmro@gmail.com৷