Aajbikel

আগস্টের মধ্যে গ্রামীণ উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ নবান্নের! তবে কী আগস্টের পরেই হবে পঞ্চায়েত নির্বাচন?

 | 
ভোট

কলকাতা: গ্রামীণ উন্নয়নের কাজ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ নবান্নের! তবে কী আগস্টের পরেই হবে পঞ্চায়েত নির্বাচন? ভোটের কথা ভেবেই তৎপরতা বাড়াচ্ছে নবান্ন?  রাজ্যের গ্রামগুলিতে রাস্তাঘাটের পাশাপাশি সার্বিক উন্নয়নের কাজ যা বাকি আছে তা আগস্টের মধ্যে দ্রুততার সঙ্গে শেষ করে ফেলতে হবে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব এমন নির্দেশ দিয়েছেন বলেই জানা যাচ্ছে। আর তাতেই জল্পনা বাড়ছে, তবে কী আগস্টের শেষেই হবে পঞ্চায়েত নির্বাচন? পঞ্চায়েত ভোটের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন দু'মাস ধরে তাঁর জনসংযোগ কর্মসূচি শেষ হওয়ার পরেই পঞ্চায়েত ভোট হবে। এই পরিস্থিতিতে গ্রামীণ উন্নয়নের যাবতীয় পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন। কিছু দিন আগে নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা হয় বৈঠকে।

এরপরই বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্যসচিব, এমনটাই সূত্রের খবর। ১৩ আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে। তাই আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে আমলা মহল জানাচ্ছেন পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। তাই রাজ্য প্রশাসনের বৈঠকে এ নিয়ে আলোচনা করা হয়নি। তবে বর্তমান পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার দিনটিকেই কাজ শেষ করার দিন হিসেবে ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই বৈঠকে প্রশাসনিক কর্তাদের কাছ থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অগ্রগতি ও যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যসচিব। গ্রামীণ রাস্তা নির্মাণে লক্ষ্যমাত্রার কতটা কাছাকাছি পৌঁছনো গিয়েছে, বা আগামী দু-তিন মাসের মধ্যে কতটা লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে, তা নিয়েও বিস্তারিত জেনেছেন তিনি। পঞ্চায়েতের আবাস নির্মাণ, শৌচালয় নির্মাণ ও পানীয় জলের সরবরাহ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের কাজ কোন পর্যায়ে রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট  নিয়েছেন মুখ্যসচিব। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কোথায় কোথায় খরচ হয়েছে তারও বিস্তারিত তথ্য নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, একশো দিনের জব কার্ড পাওয়া শ্রমিকদের বিকল্প পদ্ধতিতে কতটা কাজ দিতে পেরেছে গ্রামীণ প্রশাসন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জানা গিয়েছে মাস দেড়েকের মধ্যে ফের এই ধরনের বৈঠকে বসতে পারেন মুখ্যসচিব।

'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলছে অভিষেকের নেতৃত্বে। কিছুদিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছেন এই কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোট হবে। যে বিষয়টি নিয়ে বিরোধীদের কটাক্ষ, অভিষেক কী প্রশাসনের কেউ, যে এভাবে পঞ্চায়েত ভোট কবে হবে সেই সংক্রান্ত ঘোষণা করে দিচ্ছেন তিনি? ঠিক তারপরই নবান্নে যেভাবে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগস্টের পরেই সম্ভবত পঞ্চায়েত নির্বাচন হবে এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে।

কিন্তু তখন বঙ্গে বর্ষার মরশুম চলবে। বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তখন কি পঞ্চায়েত ভোট করা সম্ভব হবে প্রশাসনের পক্ষে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। সবচেয়ে বড় কথা এতদিনেও কেন কাজগুলি সম্পূর্ণ করা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠছে। পঞ্চায়েত নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তখনই কী কাজ শেষ করার কথা মনে পড়ল রাজ্য প্রশাসনের? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। তাই পঞ্চায়েত নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আগামী দিনে কী ঘোষণা করে সেটাই দেখার।

Around The Web

Trending News

You May like