১ বছরে ৯ কোটি তথ্য ডিজিটাল করছে নবান্ন!

কলকাতা: অন্তত ৯ কোটি ৩২ লক্ষ পাতার প্রয়োজনীয় নথি আছে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের বিভিন্ন অফিসে৷ এক বছরের মধ্যে তা স্ক্যান করে কম্পিউটারাইজড করতে চাইছে রাজ্য সরকার৷ এই সংক্রান্ত অফিসারদের নোট দীর্ঘদিন অবহিত করা হয়েছে৷ তড়িঘড়ি তাতে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর! কেন এত তাড়াহুড়ো? গোপনীয়তা? এনআরসি সংক্রান্ত জটিলতায় রাজ্য প্রবল

১ বছরে ৯ কোটি তথ্য ডিজিটাল করছে নবান্ন!

কলকাতা: অন্তত ৯ কোটি ৩২ লক্ষ পাতার প্রয়োজনীয় নথি আছে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের বিভিন্ন অফিসে৷ এক বছরের মধ্যে তা স্ক্যান করে কম্পিউটারাইজড করতে চাইছে রাজ্য সরকার৷ এই সংক্রান্ত অফিসারদের নোট দীর্ঘদিন অবহিত করা হয়েছে৷ তড়িঘড়ি তাতে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর!

কেন এত তাড়াহুড়ো? গোপনীয়তা? এনআরসি সংক্রান্ত জটিলতায় রাজ্য প্রবল আশঙ্কা দেখা দিয়েছে৷ এই পরিস্থিতিতে দফতরের আধিকারিকদের এই সংক্রান্ত একটি নোট অর্থ দপ্তরের অনুমতি অনুমোদন পেয়েছে৷ সম্প্রতি, বিধানসভার নির্বাচনে বাজিমাত করার লক্ষ্যে তড়িঘড়ি জমির যাবতীয় নথি ডিজিটালাইজড করার কাজ শুরু হতে চলেছে বলে মত পর্যবেক্ষক মহলের৷

প্রথমে ঝাড়াই-বাছাই করে তারপর স্ক্যান করে ডিজিটাল করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে বিপুল পরিমাণ এই কাগজ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নিতে পারে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =