আজ বিকেল: গোমাংস বিক্রেতা সন্দেহে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ। শুধু মারধরই নয়, সন্তোষজনক উত্তর না পেয়ে আক্রান্তকে খাওয়ানো হল শুয়োরের মাংস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসমের তেজপুরের বিশ্বনাথ জেলায়। ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শৌকত আলি(৬৮)। তিনি বিশ্বনাথেরই বাসিন্দা। এই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুটি মামলা রুজু হয়েছে। মারধরের ভিডিও ভাইরাল হতেই গোটা অসম জুড়ে শুরু আশান্তির পারদ চড়চড়িয়ে বাড়ছে।
মারধরের ভাইরাল ভিডিও দেখেই পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে। আক্রান্তের ভাই এই নারকীয় ঘটনার বিচার চেয়ে থানায় এফআইআর করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই বৃদ্ধকে বেধড়ক মারছে উত্তেজিত জনতা। মেরেও তাঁর মুখ থেকে সন্তোষজনক কোনও জবাব না পেয়ে বার বার একই প্রশ্ন করা হচ্ছে, তিনি গোমাংস বিক্রেতা কি না. তাঁর কাছে গোমাংস বিক্রির ছাড়পত্র আছে কি না। হতবাক বৃদ্ধ কোনও জবাব দেওয়ার আগেই ফের মারধর শুরু। একটা সময় পর শৌকত আলিকে জোর করে শুয়োরের মাংসও খাওয়ানো হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বৃদ্ধের কাছে বার বার জানতে চাইছিল, তিনি বাংলাদেশি কি না । তাঁর কাছে এনআরসি-র নথি আছে কি না। প্রসঙ্গত, আগামী ১১ তারিখ তেজপুরে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে এই ঘটনা জনমনে ক্ষোভের সঞ্চার করেছে তাতে সন্দেহ নেই।