নয়াদিল্লি: মসজিদে প্রবেশ এবং প্রার্থনার অধিকার দাবি করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মুসলিম দম্পতি। আজ, সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার কথা৷
গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সব বয়সি মহিলাদের সবরীমালা মন্দিরে ঢোকার ছাড়পত্র দেয়। আর তার সঙ্গেই বহু শতাব্দী ধরে চলে আসা প্রথার অবসান হয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয় সবরীমালা মন্দিরে। মহারাষ্ট্রের দম্পতি ইয়াসমিজ জুবের আহমেদ পীরজাদা এবং জুবের আহমেদ পীরজাদা সবরীমালা রায় থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদে মহিলাদের প্রবেশ এবং প্রার্থনার অধিকারের নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন।
আবেদনে তাঁরা বলেছেন, মসজিদে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা বেআইনি এবং অসাংবিধানিক। তাঁদের আরও দাবি, হজরত মহম্মদ এবং বা ধর্মগ্রন্থ কোরানে মহিলাদের মসজিদে প্রবেশ এবং প্রার্থনার উপর নিষেধাজ্ঞা নেই। উল্লেখ্য, এখন কেবল জামাত-ই-ইসলামি এবং মুজাহিদদের নিয়ন্ত্রণে থাকা মসজিদগুলিতেই মহিলারা প্রার্থনা করতে পারেন। সুন্নি মুসলিমদের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নেই। এমনকী, যে মসজিদগুলিতে মহিলারা প্রবেশ করতে পারেন, সেখানে তাঁদের আলাদা প্রবেশপথ দিয়ে ঢুকতে হয়। তাঁদের প্রার্থনাও সারতে হয় আলাদা জায়গায়।