তৃণমূলে ফিরছেন মুকুল-পুত্র! নেত্রীর অপেক্ষায় আরও ২ বিজেপি বিধায়ক!

কলকাতা: লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের ভেসে দলদল করেছিলেন৷ তৃণমূল ছেড়ে লিখিয়েছিলেন বিজেপিতে৷ এবার তিন উপনির্বাচনে বিজেপি ধুয়ে-মুছে যাতেই ফের ঘরবাপসির প্রস্তুতি তিন বিজেপি বিধায়কের৷ তৃণমূলে ফিরতে চেয়ে বিধায়কদের নামের তালিকা বেশ দীর্ঘ৷ সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে পারেন বিজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ ঘরবাপসির সম্ভবনা রয়েছে নোয়াপাড়ার বিধায়ক তথা অর্জুন

cb8ae076ee6473a44d57c48928b74d3f

তৃণমূলে ফিরছেন মুকুল-পুত্র! নেত্রীর অপেক্ষায় আরও ২ বিজেপি বিধায়ক!

কলকাতা: লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের ভেসে দলদল করেছিলেন৷ তৃণমূল ছেড়ে লিখিয়েছিলেন বিজেপিতে৷ এবার তিন উপনির্বাচনে বিজেপি ধুয়ে-মুছে যাতেই ফের ঘরবাপসির প্রস্তুতি তিন বিজেপি বিধায়কের৷ তৃণমূলে ফিরতে চেয়ে বিধায়কদের নামের তালিকা বেশ দীর্ঘ৷

সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে পারেন বিজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ ঘরবাপসির সম্ভবনা রয়েছে নোয়াপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংহের ঘনিষ্ঠ আত্মীয় সুনীল সিং৷

সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন শুভ্রাংশু রায়৷ রয়েছে সুনীল সিং৷ বিজেপি নাম লেখার পর ৬ বারের জন্য দলবদলের প্রস্তুতি নিতে শুরু করেছেন দুলাল বর৷ তিনিও নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন বলে সূত্রের খবর৷়

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবেন৷ সূত্রের খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বিজেপি থেকে তৃণমূলের দল বদল হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *