কলকাতা: আর্থিক প্রতারণার মামলায় চূড়ান্ত বিপাকে মুকুল রায়৷ এবার কলকাতা পুলিশের জেরার মুখে পড়তে চলেছেন বিজেপির এই পোড় খাওয়া নেতা৷ আজ বিকেলের মধ্যেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর৷
সূত্রের খবর, আর্থিক প্রতারণার মামলার দায়ে বেহালার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরা দিতে নির্দেশ দেয়া হয়েছে মুকুল রায়কে৷ ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ কমিটির সদস্য পদ দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর থেকে ৪০ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে মুকুল রায় সহ তাঁর ঘনিষ্ঠদের বিজেপি নেতার বিরুদ্ধে৷ গোটা ঘটনায় ইতিমধ্যেই মুকুল রায় সহ বিজেপির প্রাক্তন শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷
মুকুল রায়ের নাম ভাঁড়িয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার দায়ে গত ২৫ আগস্ট বাবান ঘোষকে গ্রেপ্তারের পর দলে অন্দরে শুরু হয় বিতর্ক৷ বিতর্ক ধামাচাপা দিতে তড়িঘড়ি রাজ্য বিজেপি তাঁদের শ্রমিক সংগঠনে নতুন মুখ আনতে উদ্যোগ নেওয়া হয়৷ বাবানের পদ ছিনিয়ে সাধন তালুকদারকে দলের শ্রমিক সংগঠনের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির তরফে৷
এই মামলায় বাবানকে জেলের ঘানিও টানতে হয়েছে৷ তবে এফআইআর দায়েরের পর গ্রেপ্তারির উপর রক্ষাকবচ পেয়েছেন মুকুল রায়৷ আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না বলে আগেই জানিয়েছে আদালত৷ তবে আদালত এইটাও জানিয়েছে, তদন্তের জন্য তাঁকে সহযোগিতা করতে হবে৷ আর সেই সুবাদে এবার বেহালা অ্যাসিস্ট্যান্ট কমিশনের অফিসে হাজিরা দিয়ে মুকুল রায়কে জেরা করতে চলেছে কলকাতা পুলিশ৷ আর তাতেই নতুন করে শক্ত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির ময়দান৷