এবার মমতার বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ তুললেন মুকুল রায়?

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে সরব বিজেপি নেতা মুকুল রায়। সোমবার, একটি অডিও ক্লিপিং-ও কমিশনের জমা দেয় বিজেপি। সেখানে এক মহিলার কণ্ঠে কর্মীদের চাকরি, বেতন পরিকাঠামোর উন্নতির ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর বলে অভিযোগ করে কমিশনের কাছে তদন্তের আর্জি জানান মুকুল রায়। অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে এই ফোন

900470ad6a9d43d2172077a8caef27e1

এবার মমতার বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ তুললেন মুকুল রায়?

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে সরব বিজেপি নেতা মুকুল রায়। সোমবার, একটি অডিও ক্লিপিং-ও কমিশনের জমা দেয় বিজেপি। সেখানে এক মহিলার কণ্ঠে কর্মীদের চাকরি, বেতন পরিকাঠামোর উন্নতির ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর বলে অভিযোগ করে কমিশনের কাছে তদন্তের আর্জি জানান মুকুল রায়।

অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে এই ফোন করা হয়। ফলে এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। বিজেপি নেতার দাবি, কণ্ঠস্বর মুখ্যমন্ত্রীর কি না তদন্ত করুক কমিশন।এর পাশাপাশি, এদিন রাজ্য নির্বাচন কমিশনে হুগলির রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানায় মুকুল। সিবিআই অতি সক্রিয়তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে পুলিস আধিকারিকদের ছবি দেখিয়ে মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘এঁদের দিয়ে ভোট হবে?’। তিনি কটাক্ষ করে বলেন, গণতন্ত্রের বিদ্রুপ করে ভোট করার দরকার নেই। শাসকদলকেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হোক। এ দিন মুকুল রায়ের সঙ্গে ছিলেন হুগলি লোকসভার প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া, জয়প্রকাশ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *