চপার বিতর্কে বাতিল মুকুল রায়ের সভা

কাটোয়া: ফের বিজেপির সভায় চপার বিতর্ক। মেলেনি বিজেপি নেতা মুকুল রায়ের কপ্টার নামার অনুমতি। তার জেরে বাতিল হয়েছে বিজেপি নেতার কাটোয়ার সভা। শুক্রবার, বেলা একটা নাগাদ সভা করার কথা ছিল তাঁর। এদিন শুরু বর্ধমানের জামালপুরেই সভা মুকুল রায়ের। এর আগেও একাধিকবার প্রশাসনের বিরুদ্ধে কপ্টার নামার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সভা বাতিলের ঘটনাও

চপার বিতর্কে বাতিল মুকুল রায়ের সভা

কাটোয়া: ফের বিজেপির সভায় চপার বিতর্ক। মেলেনি বিজেপি নেতা মুকুল রায়ের কপ্টার নামার অনুমতি। তার জেরে বাতিল হয়েছে বিজেপি নেতার কাটোয়ার সভা।

শুক্রবার, বেলা একটা নাগাদ সভা করার কথা ছিল তাঁর। এদিন শুরু বর্ধমানের জামালপুরেই সভা মুকুল রায়ের। এর আগেও একাধিকবার প্রশাসনের বিরুদ্ধে কপ্টার নামার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সভা বাতিলের ঘটনাও ঘটেছে বহুবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =