খুন হওয়ার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে মুকুল রায়

নয়াদিল্লি: প্রাণ সংশয়ে ভুগছেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে নিরাপত্তা বাড়ানোর দাবি করলেন একদা তৃণমূলের সেকেন্ড ম্যান৷ সংসদে রাজনাথের সঙ্গে দেখা করেন এই দাবি জানান তিনি৷ গ্রেপ্তারি এড়াতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জিও জানিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা৷ শনিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার

imagesmissing

নয়াদিল্লি: প্রাণ সংশয়ে ভুগছেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে নিরাপত্তা বাড়ানোর দাবি করলেন একদা তৃণমূলের সেকেন্ড ম্যান৷ সংসদে রাজনাথের সঙ্গে দেখা করেন এই দাবি জানান তিনি৷ গ্রেপ্তারি এড়াতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জিও জানিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা৷

শনিবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে ওঠে। বাংলার শাসক দল অভিযোগ তোলে, সত্যজিৎ খুনের নেপথ্যে রয়েছেন মুকুলই। শুধু মৌখিক অভিযোগ নয়, রবিবার সকালে এফআইআর-এও নাম দেওয়া হয় মুকুলের৷ এরপর সাংবাদিক সম্মেলন করে কলকাতা থেকে দিল্লি চলে যান মুকুল৷ সূত্রের খবর, রাজনাথের সঙ্গে দেখা করে মুকুল তাঁর নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন৷ তৃণমূলের জমানায় যে তাঁর প্রাণ সংশয় রয়েছে তাও জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ এমনিতে মুকুলবাবু এখন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *