তৃণমূল বিধায়ক খুনে আদালতের রক্ষাকবচ পেলেন মুকুল রায়

কলকাতা: কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়৷ নদীয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনার এফআইআরে নাম থাকা মুকুল রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ৷ আজ, কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ আগামী ৭ মার্চ পর্যন্ত আদালতের রক্ষাকবচ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে৷ তবে, তদন্তে সহযোগিতা করতে

তৃণমূল বিধায়ক খুনে আদালতের রক্ষাকবচ পেলেন মুকুল রায়

কলকাতা: কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়৷ নদীয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনার এফআইআরে নাম থাকা মুকুল রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ৷ আজ, কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ আগামী ৭ মার্চ পর্যন্ত আদালতের রক্ষাকবচ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে৷ তবে, তদন্তে সহযোগিতা করতে হবে ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুকুল রায় নদীয় জেলায় পা রাখতে পারবেন না বলেও এদিন আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়৷ আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷

নদীয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনার এফআইআরে তাঁর নাম থাকায় আগাম জামিনের আবেদন করেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তিনি। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এফআইআরে তাঁর নাম দেওয়া হয়েছে, পাশাপাশি কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেন মুকুল রায়৷

আজ, বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়৷ সেখানেই মুকুলের আগাম জামিন মঞ্জুর করে আদালত৷ মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে ‘খুনের ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রে’র অভিযোগ আনা হয়েছে৷ তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তাঁর বিরুদ্ধে ২৫টি মামলা করা হয়েছে৷

শনিবার ফুলবাড়িতে সরস্বতী পুজো মণ্ডপে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় আততায়ী৷ সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। কার্তিক মণ্ডল, সুজিত মণ্ডল নামে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =