মুকুল গড়ে ভাঙন ধরালো, ‘ঘর বাপসি’ তৃণমূলের! পাল্টা বিজেপির

কলকাতা: মুকুলের গড়ে ভাঙন ধরালো তৃণমূল৷ দলত্যাগী ৫ কাউন্সিলারকে ঘরে ফিরিয়ে তৃণমূল৷ মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হালিশহরের পুরপ্রধান-সহ ৮ জন দলত্যাগী কাউন্সিলার। সঙ্গে ছিলেন কাঁচরাপাড়া পুরসভার ৫ কাউন্সিলার। তারা এদিন ফের বিধানসভায় তৃণমূলে যোগ দেন। এবার বিজেপিতে যোগ দেওয়া কাঁচড়াপাড়া পুরসভার ৫ কাউন্সিলার ফিরলেন তৃণমূলে৷ গত ২৮ মে বিজেপিতে যোগ দেওয়া

মুকুল গড়ে ভাঙন ধরালো, ‘ঘর বাপসি’ তৃণমূলের! পাল্টা বিজেপির

কলকাতা: মুকুলের গড়ে ভাঙন ধরালো তৃণমূল৷ দলত্যাগী ৫ কাউন্সিলারকে ঘরে ফিরিয়ে তৃণমূল৷ মঙ্গলবার  বিধানসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হালিশহরের পুরপ্রধান-সহ ৮ জন দলত্যাগী কাউন্সিলার। সঙ্গে ছিলেন কাঁচরাপাড়া পুরসভার ৫ কাউন্সিলার। তারা এদিন ফের বিধানসভায় তৃণমূলে যোগ দেন। এবার বিজেপিতে যোগ দেওয়া কাঁচড়াপাড়া পুরসভার ৫ কাউন্সিলার ফিরলেন তৃণমূলে৷

গত ২৮ মে বিজেপিতে যোগ দেওয়া কাঁচড়াপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলারদের মধ্যে ৫ জন ফের দলে ফিরে এলেন। এদিন বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ৫ জন তৃণমূলত্যাগী কাউন্সিলার দলে ফিরে আসায় কাঁচড়াপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল৷

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ২৪ আসন বিশিষ্ট কাঁচড়াপাড়া পুরসভার ৫ জন কাউন্সিলার ফের তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে ওই পুরসভায় তাঁদের কাউন্সিলার সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন। আগামী ৭ দিনের মধ্যে আরও ৩ কাউন্সিলার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানান ফিরহাদ হাকিম। মন্ত্রীর জানান, আর ৩ কাউন্সিলার দলে যোগ দিলে ফের কাঁচড়াপাড়া পুরসভার দখল নেবে তৃণমূল৷

লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রে তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী অর্জুন সিংহের কাছে হার, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে পরাজয়, নৈহাটি, হালিশহর পুরসভায় বিজেপির দাপটে উত্তর ২৪ পরগনায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল তৃণমূল৷ এর মধ্যে হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটির তৃণমূল কাউন্সিলাররা মাসখানেক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এদিকে কদিন ধরে উত্তর ২৪ পরগনায় তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে সক্রিয় হয় তৃণমূল। শুরু হয় বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কাউন্সিলারদের ফের দলে ফেরানোর উদ্যোগ। এভাবে বিজেপিতে চলে যাওয়া হালিশহরের পুরপ্রধান সহ ৮ জন কাউন্সিলরকে মঙ্গলবার ঘরে ফিরিয়েছে তৃণমূল। সেদিন ফিরহাদ হাকিম অভিযোগ করেন, খুনের ভয় দেখিয়ে, রোজগার বন্ধ করে, বাড়ি ভাঙচুরের ভয় দেখিয়ে বিজেপি নেতারা দলে টেনেছেন তৃণমূল কাউন্সিলারদের। দল ভাঙানোর জন্য তিনি আঙুল তুলেছিলেন তৃণমুলত্যাগী বিজেপি সাংসদ অর্জুন সিংহ ও বিজেপি নেতা মুকুল রায়ের দিকে। বৃহস্পতিবার কাঁচড়াপাড়া পুরসভার ৫ কাউন্সিলার ফের তৃণমূলে ফেরার পরেও তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশুকে বিঁধলেন ফিরহাদ হাকিম৷

ভয় দেখিয়ে হালিশহর ও কাঁচড়াপাড়া পুরসভার কাউন্সিলরদের দলে টেনেছে তৃণমূল৷ বৃহস্পতিবার এই অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ বলেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা বলতে কিছু নেই৷ মাফিয়ারা প্রকাশ্যে ঘুড়ছেন৷’’ বিজেপি কর্মীদের উপর মাফিয়ারা অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা৷ আর সেই কারণে দলত্যাগী কাউন্সিলাররা ফের তৃণমূলে ফিরে গেছেন বলে জানান কৈলাস বিজয়বর্গীয়৷

হালিশহর ও কাঁচড়াপাড়া পুরসভার দলত্যাগী কাউন্সিলরদের উপর পুলিশের চাপ ছিল বলে দাবি করেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক৷ পুলিশের চাপের কাছে মাথানত করে কাউন্সিলররা তৃণমূলে ফিরেছেন বলে এদিন মন্তব্য করেন তিনি৷ শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে এরপর তিনি বলেন, কাউন্সিলরা সবাই বিজেপির পাশেই আছেন৷ আস্থা ভোটে কাঁচরাপাড়া সহ হালিশহর পুরসভার সব কাউন্সিলররা বিজেপিকে ভোট দেবেন বলে জানান কৈলাস বিজয়বর্গীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *