যাদবপুর-কাণ্ডে মমতা-পার্থর পদত্যাগ দাবি মুকুলের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ অর্জুন সিং৷ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ এদিন বাবুল সুপ্রিয়কে রক্ষা করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেন বিজেপি

যাদবপুর-কাণ্ডে মমতা-পার্থর পদত্যাগ দাবি মুকুলের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ অর্জুন সিং৷ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷

এদিন বাবুল সুপ্রিয়কে রক্ষা করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়৷ বলেন, ৬ ঘণ্টা ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থী ছাত্র হাতে আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়৷ তাঁকে রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন৷ সেই কারণে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা৷
মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রীকেও কাঠগড়ায় তোলেন মুকুল৷ জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় অরাজকতা তৈরির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত৷ কারণ তিনি রাজ্যে শিক্ষামন্ত্রী৷ আর শিক্ষামন্ত্রী যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে অশান্তি রুখতে না পারেন তাহলে ওই পদে তাঁর থাকার প্রয়োজন নেই৷

বাবুল সুপ্রিয়কে উদ্ধার করা প্রসঙ্গে রাজ্যপালকে ধন্যবাদ জানান৷ মুকুল বলেন, রাজ্যপাল যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন৷ উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে সেখান থেকে সাংসদকে সংসদ তথা মন্ত্রীকে বার করে আনতে সক্ষম হয়েছেন রাজ্যরপাল৷ ওই সময় পুলিশের কোনও বড় কর্তা উপস্থিত ছিলেন না৷ এই নিয়ে যথেষ্ট চিন্তার কারণ ছিল বলে মনে করেন মুকুল রায়৷ রাজ্যপাল যদি না গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতেন, তাহলে তাঁকে বাঁচানো যেতে না বলেও দাবি করেছেন মুকুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *