তৃণমূলের প্রচারে আরও শক্তিশালী আইটি সেল

কলকাতা: সোশ্যাল সাইটে বিরোধীদের অপপ্রচার রুখতে বাঁকুড়ায় এবার কোমর বেঁধে নামল তৃণমূল৷ বিরোধীদের সমালোচনা ও আক্রমণ করার লক্ষ্যে এবার দলের তরুণ ব্রিগেডকে নিয়ে দক্ষ আইটি সেল সেল তৈরি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের৷ বাঁকুড়া তৃণমূল ভবনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জন্য তৈরি একটি ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি আইটি সেল পরিচালনা করার জন্য জেলার স্তরে কমিটি তৈরি করা

তৃণমূলের প্রচারে আরও শক্তিশালী আইটি সেল

কলকাতা: সোশ্যাল সাইটে বিরোধীদের অপপ্রচার রুখতে বাঁকুড়ায় এবার কোমর বেঁধে নামল তৃণমূল৷ বিরোধীদের সমালোচনা ও আক্রমণ করার লক্ষ্যে এবার দলের তরুণ ব্রিগেডকে নিয়ে দক্ষ আইটি সেল সেল তৈরি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের৷

বাঁকুড়া তৃণমূল ভবনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জন্য তৈরি একটি ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি আইটি সেল পরিচালনা করার জন্য জেলার স্তরে কমিটি তৈরি করা হয়েছে৷ আগামী ১০ দিনের মধ্যে কীভাবে প্রতিটি ব্লগ ও ২০ দিনের মধ্যে জেলার প্রতিটি পঞ্চায়েত স্তরে আইটি সেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ জেলা থেকে পঞ্চায়েতে প্রতিটি স্তরের কমিটিতে কমপক্ষে তিনজনকে দায়িত্ব দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷

এই আইটি সেল শুধুমাত্র সোশ্যাল সাইটের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারের কড়া যুক্তিসঙ্গত জবাব দেবে, এমনটা নয়৷ দলের কর্মসূচি ও উন্নয়নের প্রচার করবে৷ এই আইটি সেলের দায়িত্ব থাকবে একটি ওয়েবসাইট ও একটি বিশেষ ফোন নম্বর৷ ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের অভাব অভিযোগ জানতে পারবেন৷ জেলার মানুষ ওই নির্দিষ্ট নম্বরে এসএমএস, হোয়াটসঅ্যাপ করে সমস্যার কথা জানানো যাবে৷ আইটি সেল সমস্যাগুলি দেখে সরাসরি পৌঁছে যাবে সেখানে৷ তাঁদের সঙ্গে কথা বলবেন৷ চটজলদি সমাধান করার উদ্যোগ নেবেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seven =