আরও সক্রিয় রাজ্যপাল! এবার ফেরালেন ১ লক্ষ টাকার অনুদান

কলকাতা: আরও সক্রিয় বাংলার রাজ্যপাল জগদীপ ধনকার৷ দিল্লি থেকে বাংলায় ফিরতেই এক লক্ষ টাকার চেক ফেরানোর সিদ্ধান্ত রাজ্যপালের৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রাজ্যপালের ত্রাণ তহবিলে দান করা এক লক্ষ টাকার চেক ফিরিয়ে নজিরবিহীন পদক্ষেপ রাজভবনের৷ কেন টাকা ফেরানো হল, সে বিষয়ে রাজভবনে তরফের জারি করা হয়েছে বিবৃতি৷ জানা গিয়েছে, গত শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে

আরও সক্রিয় রাজ্যপাল! এবার ফেরালেন ১ লক্ষ টাকার অনুদান

কলকাতা: আরও সক্রিয় বাংলার রাজ্যপাল জগদীপ ধনকার৷ দিল্লি থেকে বাংলায় ফিরতেই এক লক্ষ টাকার চেক ফেরানোর সিদ্ধান্ত রাজ্যপালের৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রাজ্যপালের ত্রাণ তহবিলে দান করা এক লক্ষ টাকার চেক ফিরিয়ে নজিরবিহীন পদক্ষেপ রাজভবনের৷ কেন টাকা ফেরানো হল, সে বিষয়ে রাজভবনে তরফের জারি করা হয়েছে বিবৃতি৷

জানা গিয়েছে, গত শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজভবনে রাজ্যের ৯৯ জন কৃতী ছাত্র-ছাত্রীর সংবর্ধনা দেওয়া হয়৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল৷ অনুষ্ঠানের পর রাজ্যপালে ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়৷ ওদিন রাজভবনে তরফে জানানো হয়, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন, তাদের থেকে ত্রাণ তহবিলের অনুমোদন গ্রহণ করা কখনই সঠিক কাজ হবে না৷ পরিবর্তে কোন কর্পোরেট সংস্থার থেকে অনুমোদন ত্রাণ তহবিলে নেওয়া যেতে পারে৷

এরপর ওই সংস্থার দেওয়া চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ দিল্লি থেকে শহরে ফিরে রাজ্যপাল তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ রাজভবনে তরফের একটি প্রেস বিবৃতি জারি করে স্বেচ্ছাসেবী সংগঠনকে এক লক্ষ টাকার চেক ফিরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে৷ তন্ত্র হবিলের এক লক্ষ টাকা রাজ্যপাল ফিরিয়ে দিতেই শুরু হয়েছে নতুন জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *