মুনমুন সেনের সভায় যেতে ফের শিক্ষকদের হুমকি, কমিশনে নালিশ

আজ বিকেল: ফের লোকসভা ভোটের প্রার্থীর প্রচারে যেতে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের শিক্ষক সংগঠনের বিরুদ্ধে। ঘটনাস্থল আসনসোল, এখানেই তৃণমূলের প্রার্থী হয়েছেন মুনমুন সেন। তাঁর নির্বাচনী প্রচারে যেতেই মহকুমার সমস্ত শিক্ষকদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। আজই বেলা তিনটেতে ছিল মুনমুন সেনের রাজনৈতিক সমাবেশ। তাই বাধ্য হয়েই শিক্ষকরা টিফিনের পর স্কুলের পঠনপাঠনে ইতি টেনে সভায়

মুনমুন সেনের সভায় যেতে ফের শিক্ষকদের হুমকি, কমিশনে নালিশ

আজ বিকেল: ফের লোকসভা ভোটের প্রার্থীর প্রচারে যেতে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের শিক্ষক সংগঠনের বিরুদ্ধে। ঘটনাস্থল আসনসোল, এখানেই তৃণমূলের প্রার্থী হয়েছেন মুনমুন সেন। তাঁর নির্বাচনী প্রচারে যেতেই মহকুমার সমস্ত শিক্ষকদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। আজই বেলা তিনটেতে ছিল মুনমুন সেনের রাজনৈতিক সমাবেশ। তাই বাধ্য হয়েই শিক্ষকরা টিফিনের পর স্কুলের পঠনপাঠনে ইতি টেনে সভায় চলে যান। অনেককে আবার বদলির জুজু দেখিয়ে সভায় যেতে বাধ্য করা হয়। এদিকে আগের দিনই পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী অসিত মালের প্রচারে যেতে এভাবেই শিক্ষকদের হুমকি দেওয়া হয়।

এদিকে ভোটের প্রচারে উপস্থিত থাকতে শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দুই বর্ধমানেই অভিয়োগের তির শাসকদলের বিরুদ্ধে। সঙ্ঘ প্রভাবিত শিক্ষক সংগঠনের তরফে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগও জানানো হয়েছে।এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কানুপ্রিয় বাবু বলেন, শিক্ষকদের দলদাসে পরিণত করার চেষ্টা করছে তৃণমূল। এভাবে চলতে থাকলে রাজ্যের শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, তা কখনওই কাম্য হতে পারে না। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যাতে ভবিষ্যতে শাসকদল আর কোনওভাবেই শিক্ষকদের দলদাসে পরিণত করেত না পারে।

সংগঠনের তরফে চিরঞ্জিত ধীবর বলেন, “শুধু মঙ্গলকোট বা আসানসোল নয় রাজ্যের প্রায় সব জেলাতেই নিয়ম ভঙ্গ করে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতারা শিক্ষকদের জোর করে ভয় দেখিয়ে সভা, মিছিল, মিটিং এ নিয়ে যাচ্ছে । সময় এলে এর জবাব শিক্ষকরাই দিয়ে দেবেন বলে মনে করি “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *