‘প্রধানমন্ত্রী’র নাম না নিলে বাড়ি তৈরি টাকা দেবে না কেন্দ্র, শুরু বিতর্ক!

‘প্রধানমন্ত্রী’র নাম না নিলে বাড়ি তৈরি টাকা দেবে না কেন্দ্র, শুরু বিতর্ক!

নিজস্ব প্রতিনিধি:  উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলে নামে কি আসে যায়? কিন্তু মানুষের অভিজ্ঞতা বলছে নামে সত্যিই কিছু আসে যায়। নাম মাহাত্যের বহু কাহিনি আমরা জানি। নাম বিভ্রাটের জন্য কত ঘটনাই ঘটেছে মানুষের জীবনে। কিন্তু এবার একটি প্রকল্পের নাম নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়ে পড়ল কেন্দ্র। আবাস যোজনার নাম নিয়ে বিতর্ক উস্কে দিল কেন্দ্র। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নতুন করে বিতর্কে জড়াল তারা। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলা নয়, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামেই প্রকল্প চালাতে হবে। তবেই কেন্দ্রের কাছ থেকে মিলবে টাকা। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি অভিযোগ করে আসছে যে, কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে রাজ্যের তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে। এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে প্রকল্পের নামের সঙ্গে প্রধানমন্ত্রী কথাটা অবশ্যই জুড়তে হবে।

২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় ‘বাংলা আবাস যোজনা’ প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান রাজ্যবাসী। তবে এই নাম বদল বিষয়টি তুলে ধরে ২০১৭ সালের ৩১ আগস্ট কেন্দ্র চিঠি দেয় রাজ্যকে। কিন্তু কেন্দ্রের দাবি ওই চিঠির কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপর ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তারপরেও রাজ্যের জবাব না আসায় ওই প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে আবাস যোজনার টার্গেট এখনও কেন্দ্রের তরফে জানানো হয়নি। এরপরই কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

কিছু দিন আগে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করে। সেখানে আবাস যোজনা বাবদ কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদরা। তারপরই নবান্ন এই চিঠি পেয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যগুলিতে চালু রাখতে গেলে নামের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেখানে প্রধানমন্ত্রী নামের বদলে যেভাবে বাংলা আবাস যোজনা করা হয়েছে তা নিয়মবিরুদ্ধ বলে জানাচ্ছে কেন্দ্র।

এর আগে রাজ্য বিজেপি কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করে বলে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম যথাক্রমে বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা এবং বাংলা গ্রামীণ সড়ক যোজনা বলে উল্লেখ করে বাস্তবায়িত করা হচ্ছে। বিষয়টিকে তখন উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের খরচ বাবদ যে টাকা দেওয়া প্রয়োজন তা দিচ্ছে না। গত পাঁচ মাসে একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি রাজ্য জুড়ে আন্দোলনের নির্দেশ দিয়েছেন দলকে। যদিও সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় তার খরচের হিসেব পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। বলাবাহুল্য বিষয়টি নিয়ে বহুদিন ধরেই চাপানউতোর চলছে। এবার আবাস যোজনার ক্ষেত্রে নামবদলের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি যে সম্পূর্ণ অন্য মাত্রা পেল তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =