এটাই বিজেপি, ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে অনামী মুখ! নয়া ইতিহাস ওড়িশায়

ওড়িশায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে বিজেপি। এটাই হচ্ছে একটি রেজিমেন্টেড পার্টি। ইচ্ছামত কাউকে চেয়ারে বসিয়ে দেওয়া নয়। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, রাজনৈতিক পরিমণ্ডল…

Mohan Chandra Maji

ওড়িশায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী

এটাই হচ্ছে বিজেপি। এটাই হচ্ছে একটি রেজিমেন্টেড পার্টি। ইচ্ছামত কাউকে চেয়ারে বসিয়ে দেওয়া নয়। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, রাজনৈতিক পরিমণ্ডল ও সমীকরণ বুঝে সিদ্ধান্ত নেওয়া হয় গেরুয়া শিবিরে। সেই সূত্রে ওড়িশায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মোহনচরণ মাঝি।

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

কেওনঝড়ের চারবারের বিধায়ক মোহন চরণ মাঝির উপরেই আস্থা রাখলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে দু’জনকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। তাঁরা হলেন পার্বতী পরিদা এবং কনকবর্ধন সিংহদেও। মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে মঙ্গলবার দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপি বিধায়করা বৈঠকে বসেন। সেখানেই মোহন চরণ মাঝির নাম চূড়ান্ত হয়।

চর্চায় মোহনচরণ

বাহান্ন বছরের মোহনচরণ আড়াই দশক ধরে সক্রিয়ভাবে বিজেপি করছেন। এই আদিবাসী নেতার অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। গত বছর বিধানসভা অধিবেশন চলাকালীন তৎকালীন বিজেডি সরকারের বিরুদ্ধে খাদ্যশস্যে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি স্পিকারের আসনে ডাল ছুঁড়ে সাসপেন্ড পর্যন্ত হয়েছিলেন। সেই ঘটনায় প্রচারের আলোয় চলে আসেন মোহনচরণ।

 উপমুখ্যমন্ত্রী পদে

অন্যদিকে ওড়িশা বিজেপির প্রাক্তন সভাপতি কনকবর্ধন টানা পাঁচবারের বিধায়ক। আর পার্বতীদেবী বিজেডির প্রভাবশালী বিধায়ক সমীর রঞ্জন দাসকে পরাজিত করে খবরের শিরোনামে উঠে এসেছেন। সেই সূত্রে এই দুজনের নাম উপমুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করেন ওড়িশার বিজেপি বিধায়করা।

ওড়িশায় প্রথম বিজেপি সরকার

একই ঘটনা দেখা গিয়েছিল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। ওই তিনটি রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তা নিয়ে যে চর্চা হয়েছিল সেখানে উঠে এসেছিল তথাকথিত ‘বড় বড়’ নাম। শেষ পর্যন্ত রাজস্থানে ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশে মোহন যাদব এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী করেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অথচ তাঁরা মুখ্যমন্ত্রী হতে পারেন তখন এমন সম্ভাবনা কিন্তু কেউই দেখেননি। ঠিক এভাবেই ওড়িশায় একবারের জন্যেও চর্চায় উঠে আসেনি মোহনচরণ মাঝির নাম। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বিধায়ক বৈঠকে ঐক্যবদ্ধভাবে তাঁর নামে সম্মতি দিয়েছেন।  এই প্রথম ওড়িশায় বিজেপি সরকার গড়তে চলেছে। সেই সূত্রে মোহনচরণ মাঝির নাম ইতিহাসের পাতায় উঠে গেল।

মুখ্যমন্ত্রী পদে আদিবাসী মুখ

এর আগে ওড়িশায় আদিবাসী সমাজের অন্যতম মহিলা মুখ দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছিল বিজেপি। এবার মুখ্যমন্ত্রী করা হল দলের অন্যতম প্রধান আদিবাসী মুখকে। যা শুধু ওড়িশা নয়, গোটা দেশের আদিবাসী সমাজকে বিশেষ বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির এই সিদ্ধান্ত সামনে থাকা চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের অ্যাডভান্টেজ এনে দিতে পারে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই বিষয়টিকে প্রবলভাবে বিজেপি যে প্রচারের আলোয় তুলে আনবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই বিজেপির এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-

গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেয়েও ‘সাইলেন্ট’ কেন নীতীশ-নাইডু? জল্পনা তুঙ্গে

বিরোধী দলনেতা রাহুল! প্লাস-মাইনাস এফেক্ট নিয়ে দোলাচলে কংগ্রেস?

ভোটে হেরেও প্রমোশন লকেটের! পাচ্ছেন বিজেপির বড় পদ

শহুরে এলাকায় বিজেপি ঝড়, গ্রামাঞ্চলে তৃণমূল! কারণটা কী?

কত টাকা বেতন একজন সাংসদের? পাবেন কী কী সুবিধা? তালিকা দীর্ঘ

Politics: Odisha CM Mohan Chandra Maji. BJP’s surprise choice for Odisha CM: Mohan Chandra Maji, a tribal leader with a clean image.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *