ফের বাংলায় আসছেন মোহন ভাগবত, কেশব ভবনে বাংলা ভোটের নীল নকশা?

ফের বাংলায় আসছেন মোহন ভাগবত, কেশব ভবনে বাংলা ভোটের নীল নকশা?

কলকাতা: আসছে নির্বাচন৷ চলছে ঘর গোছানোর প্রস্তুতি৷ ইতিমধ্যেই রণকৌশল ছকতে শুরু করেছে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস৷  বাংলা ভোটের প্রস্তুতি পর্বে দীর্ঘ এক বছর পর বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত৷ আরএসএসের সঙ্গে সরাসরি নির্বাচনের যোগাযোগ না থাকলেও বিজেপিতে যে বিপুল প্রভাব আছে, তা এক বাক্যে মেনে নেন গেরুয়া শিবিরের নেতারাও৷ ভোটের আগে সঙ্ঘ প্রধানের বাংলা সফল গেরুয়া শিবিরের বেশ খানিকটা অক্সিজেন জোগাবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

জানা গিয়েছে, সবকিছু ঠিক ঠাক চললে আগামী ২২ সেপ্টেম্বর কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক৷ ২১-এর ভোটের আগে ২২-এ বাংলায় রেখে ২৩-২৪ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ ২৫ সেপ্টেম্বর ফের তিনি নাগপুর ফিরবেন৷ রামন্দির ভূমি পুজোর পর প্রথম বাংলা সফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির৷

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর শেষবার কলকাতায় এসেছিলেন মোহন ভাগবত৷ বাংলা ভোটের আগে চলতি মাসের ভাগবতের এই বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কেননা, বছর ঘুরলেই বাংলা ভোট৷ তারই মধ্যে বিজেপির নয়া রাজ্য কমিটিতে আদি নেতা কর্মীদের বাড়তি উপস্থিতির পিছনে সঙ্ঘের হাত দেখছেন দলের নেতাদের একাংশ৷ যদিও সঙ্ঘের বঙ্গ নেতারা ভাগবতের আসন্ন সফর নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ৷

তাঁদের বক্তব্য, আরএসএস তো সামাজিক সংগঠন৷ তাঁদের যুক্তি,  বাংলায় ঘটে করোনা ও আমফানের সময়ে বাংলাজুড়ে সঙ্ঘের কর্মীরা সেবা কাজ করেছেন৷ তাঁদের উৎসাহ বাড়াতে সরসঙ্ঘচালক আসছেন৷ তবে, এই উৎসাহ আদতে কাদের জন্য, তা খুব ভালই জানেন বঙ্গ বিজেপির নেতারা৷

এর আগে গত অক্ষয়তৃতীয়ার দিন নাগপুর থেকে স্বয়ংসেবকদের উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান৷ সেখানে তিনি আত্মনির্ভর ভারতের স্লোগানকে সামনে আগামী দিনের কর্মসূচি রূপায়নের ডাক দিয়েছিলেন৷ সেই সূত্রে বাংলায় কী কাজ হয়েছে, রাম মন্দিরের ভূমি পুজোর পর বাংলায় কতটা প্রচারপ হয়েছে, তার বিস্তারিত বিবরণ তাঁকে জানানো হবে বলে বলে সঙ্ঘ সূত্রে খবর৷

জানা গিয়েছে, রাজ্যের ১০০টি গ্রামকে আর্থ-সামাজিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে আরএসএস৷ আরএসএসের উত্তর ও দক্ষিণ বঙ্গের নেতৃত্বের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতাদের নিয়েও বৈঠক করতে পারেন সঙ্ধচালক৷ ২৪ তারিখ রাতে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়সহহাতে গোনা কয়েকজন নেতার ডাকে কেশব ভবনে হতে পারে বৈঠক৷ ওই বৈঠক থেকেই কি ২১-এর নির্বাচনের রণকৈশল ঠিক করে দেবেন সঙ্ঘচালক? বাড়ছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + six =