মধ্যপ্রদেশ: ফের শত্রুঘ্ন সিনহার ভাষণ ঘিরে বিতর্ক৷ সভামঞ্চে স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামে মহম্মদ আলি জিন্নার অবদান রয়েছে বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া অভিনেতার৷
অভিনেতা শত্রুঘ্ন সিনহার মন্তব্য, ‘‘এই কংগ্রেস পরিবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে সর্দার বল্লভভাই পটেল, মহম্মদ আলি জিন্না, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী আর রাহুল গান্ধী, যাঁরা দেশর উন্নতির জন্য, দেশের স্বাধীনতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন৷’’ দেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী, সর্দার পটেল, মহম্মদ আলি জিন্নার বড় ভূমিকা থাকায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন৷
#WATCH Shatrughan Sinha, Congress candidate from Bihar’s Patna Sahib on his statement,”from Mahatma Gandhi to Muhammad Ali Jinnah, all part of Congress Parivar”: Whatever I said yesterday was slip of tongue. I wanted to say Maulana Azad but uttered Muhammad Ali Jinnah. pic.twitter.com/N2s63aOufj
— ANI (@ANI) April 27, 2019
শনিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায়ে ভোট প্রচারে শত্রুঘ্ন যে সভায় জিন্নার প্রশংসা করেন, সেখানে কমল নাথ ও নকুল নাথ উভয়েই উপস্থিত ছিলেন৷ কিন্তু, বঙ্গভঙ্গ থেকে শুরু করে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করা মহম্মদ আলি জিন্নার প্রশংসা ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ দেশজুড়ে বিতর্ক হতেই সংবাদমাধ্যমে ক্ষমা চেয়ে নেন তিনি৷ এএনআইকে তিনি বলেন, ‘‘মুখ ফসকে বেড়িয়ে গিয়েছে৷ আমি এর জন্য দুঃখিত৷’’