বাংলা দখলের লক্ষ্যে মোদির নয়া কর্মসূচি

কলকাতা: উত্তরবঙ্গ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ এপ্রিল শিলিগুড়িতে জনসভা করবেন তিনি। দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার রাজ্যে প্রচারে আসবেন। সেই সূত্রে ৩ এপ্রিল শিলিগুড়িতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি। সূত্রের দাবি, তার আগের দিন অর্থাৎ ২ এপ্রিল শিলিগুড়ি শহরে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের ভোটের কৌশল স্থির

8b4ae1fbade53bab885ab8d98893456b

বাংলা দখলের লক্ষ্যে মোদির নয়া কর্মসূচি

কলকাতা: উত্তরবঙ্গ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ এপ্রিল শিলিগুড়িতে জনসভা করবেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার রাজ্যে প্রচারে আসবেন। সেই সূত্রে ৩ এপ্রিল শিলিগুড়িতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি। সূত্রের দাবি, তার আগের দিন অর্থাৎ ২ এপ্রিল শিলিগুড়ি শহরে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের ভোটের কৌশল স্থির করতে গোপন বৈঠকে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সবকিছু ঠিকঠাক থাকলে দলের প্রধান এই জোড়া মুখ ৩ এপ্রিলের জনসভায় হাজির থাকতে পারেন।

দলীয় সূত্রের দাবি, শিলিগুড়ি সহ মোট চারটি জায়গায় পদ্ম শিবিরের পক্ষে ভোট করানোর ‘মেকানিজম’ শিখিয়ে পড়িয়ে দেবেন অমিত শাহ। আগামী ৪ এপ্রিল দুর্গাপুর, ৭ এপ্রিল খড়্গপুর কিংবা মেদিনীপুর এবং ৯ এপ্রিল কলকাতায় বিশেষ কর্মিসভা করবেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই লোকসভাওয়াড়ি বাছাই করা পাঁচজন ভোট ম্যানেজারদের ‘পেপটক’ দেবেন মোদির এই প্রধান সেনাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *