বারাণসীতে মোদির মেগা রোড শো

লখনউ: “দ্বারভাঙা ও বান্দায় বিশাল সভার পর আমি যাচ্ছি বারাণসীতে। সেখানে অনেক কর্মসূচি। কাশীর ভাইবোনেদের সঙ্গে দেখা করার এটা চমৎকার সুযোগ। হর হর মহাদেব।” নিজের কেন্দ্রে পা রাখার আগেই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Prime Minister Narendra Modi holds roadshow in Varanasi. Visuals from between Assi and Shivala. #LokSabhaElections2019 pic.twitter.com/liwAPG0hlS — ANI UP (@ANINewsUP)

বারাণসীতে মোদির মেগা রোড শো

লখনউ: “দ্বারভাঙা ও বান্দায় বিশাল সভার পর আমি যাচ্ছি বারাণসীতে। সেখানে অনেক কর্মসূচি। কাশীর ভাইবোনেদের সঙ্গে দেখা করার এটা চমৎকার সুযোগ। হর হর মহাদেব।” নিজের কেন্দ্রে পা রাখার আগেই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে ৭ কিলোমিটার ঘুরে তা শেষ হয় দশাশ্বমেধ ঘাটে। পণ্ডিত মদনমোহন মালব্যের মূর্তিতে মালা দিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে শুরু হয় তাঁর রোড শো। তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডা সহ এনডিএর শরিক দলের নেতারা।

রাস্তার দুধারে প্রচুর লোক জড়ো হয়ে তাঁরা নামে স্লোগান তোলেন। রোড শো শেষ হয় দশাবশ্বমেধ ঘাটে। সেখানে গঙ্গা আরতিতে অংশ নেন তিনি। ২০১৪ সালের পর এটা তাঁর তৃতীয় রোড শো। শুক্রবার সকালে কালভৈরবের মন্দিরে পুজো দিয়ে যাবেন মনোনয়নপত্র পেশ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =