মহামারীর মাঝেও ধর্মীয় বিভাজনের অভিযোগ নমো সরকারের বিরুদ্ধে

মহামারীর মাঝেও ধর্মীয় বিভাজনের অভিযোগ নমো সরকারের বিরুদ্ধে

5a2ff7b5e02a623e87bcf225d5aa8f1e

নয়াদিল্লি: একদিকে যখন গোটা দেশ এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তখন করোনা পরিস্থিতিতেও ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। পেশায় ডিম বিক্রেতা ইকবাল হুসেন সিদ্দিকি নামে এক ব্যক্তির হাতে বেগুনি রঙের স্ট্যাম্প লাগিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ করোনায় আক্রান্ত মুসলিম রোগীদের চিহ্নিতকরণের জন্য এমন পদক্ষেপ করছে সরকার, অভিযোগ ৬৬ বছরের সিদ্দিকির৷ এখনই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স৷

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ মুম্বইয়ের ধারাভি বস্তিতে এক ব্যক্তির শরীরে কোভিড ১৯ সংক্রমণের প্রসঙ্গ তুলে ইকবাল হুসেন সিদ্দিকিকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। হাতে লাগিয়ে দেওয়া হয়েছে বেগুনি রঙের কালি দিয়ে বিশেষ স্ট্যাম্পও। তবে তিনি সেই স্ট্যাম্প যতটা সম্ভব মুছে কাজে যোগ দিয়েছেন বলেই সূত্রের খবর। যদিও তিনি বলেন, 'এখানে কেউই অসুস্থ নন। পুরোটাই মিথ্যে।'

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সিদ্দিকি আরও জানান, নরেন্দ্র মোদীর সরকারের শিকার হচ্ছেন তাঁর মতো বহু মানুষ৷ স্বাস্থ্য কর্মীদের ব্যবহার করে করোনার মতো ভয়াবহ সঙ্কটের সময়েও বিশেষ ধর্মকে শনাক্ত করা হচ্ছে। তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাতে চাইছে সরকার, এমনই অভিযোগ সিদ্দিকির। ধারাভি বস্তির তাঁর মতো আরও কয়েকজনের মুখেই শোনা গেছে একই সুর। তবে নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের তাঁরা বোঝাচ্ছেন যে, কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলার জন্যই স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ ভাইরাস আক্রান্তের সংখ্যা ১২,২৮৯। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ৩,৩,২৩ জন কোভিড সংক্রামিত বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গোটা দেশের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *