মোদির পাহারাদাররাও বলছেন চৌকিদার চোর হ্যায়: রাহুল

জাতারা: ক্ষমতায় ফিরতে কৃষি ঋণমকুব যে কংগ্রেসের অন্যতম অস্ত্র, তা ফের একবার স্পষ্ট করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের টিকমগড় জেলায় একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পাশাপাশি একাধিক প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধী ঘোষণা করেন, আগামী দিনে ঋণ অনাদায়ে কোনও কৃষককে জেলে যেতে হবে না। শুধু তাই নয়, কংগ্রেস ক্ষমতায় বসলে একবছরের

মোদির পাহারাদাররাও বলছেন চৌকিদার চোর হ্যায়: রাহুল

জাতারা: ক্ষমতায় ফিরতে কৃষি ঋণমকুব যে কংগ্রেসের অন্যতম অস্ত্র, তা ফের একবার স্পষ্ট করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের টিকমগড় জেলায় একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পাশাপাশি একাধিক প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি।

রাহুল গান্ধী ঘোষণা করেন, আগামী দিনে ঋণ অনাদায়ে কোনও কৃষককে জেলে যেতে হবে না। শুধু তাই নয়, কংগ্রেস ক্ষমতায় বসলে একবছরের মধ্যেই দেশের ২২ লক্ষ যুবকের চাকরি নিশ্চিত। টিকমগড়ের পাশাপাশি দামোহ জেলার আর একটি জনসভায় রাহুল ফের একবার ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তোলেন। তিনি বলেন, আমি নিশ্চিত, যদি কেউ রেড কোর্স রোডের (প্রধানমন্ত্রীর বাসভবন) বাইরে গিয়ে ‘চৌকিদার’ বলেন, তাহলে সেখানে পাহারারত সিআরপিএফ, বিএসএফ জওয়ানরাও ‘চোর হ্যায়’ বলবেন।

টিকমগড় লোকসভা কেন্দ্রে বিজেপির বর্তমান এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার খটিকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী কিরণ আহিরওয়ার। এদিন তাঁর হয়ে প্রচারে এসে রাহুল বলেন, অর্ধেকের বেশি লোকসভা নির্বাচন অতিবাহিত। ফলাফলের ইঙ্গিত পেয়ে প্রধানমন্ত্রীর মুখ শুকিয়ে গিয়েছে। বিজেপির হার নিশ্চিত। কংগ্রেস কেন্দ্রে সরকার গড়বে। বিতর্কিত রাফাল চুক্তির প্রসঙ্গ তুলে ফের একবার মোদির সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =