আজ থেকেই ব্রিগেডের দখল নিচ্ছে মোদীর বাহিনী

কলকাতা : আগামী ৩ এপ্রিল বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা । আজ মঙ্গলবার থেকেই বিগ্রেডের মঞ্চের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এসপিজি । কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা থাকবেন সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে । সোমবার সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে এসে বিজেপি নেতা মুকুল রায় বলেন , ‘ইদানীং কালের বৃহত্তম জনসভা হবে বুধবারের নরেন্দ্র মোদীর সভা’।

আজ থেকেই ব্রিগেডের দখল নিচ্ছে মোদীর বাহিনী

কলকাতা : আগামী ৩ এপ্রিল বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা । আজ মঙ্গলবার থেকেই বিগ্রেডের মঞ্চের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এসপিজি । কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা থাকবেন সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে । সোমবার সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে এসে বিজেপি নেতা মুকুল রায় বলেন , ‘ইদানীং কালের বৃহত্তম জনসভা হবে বুধবারের নরেন্দ্র মোদীর সভা’। ওই দিন ব্রিগেডের পাশাপাশি শিলিগুড়িতেও সভা করবেন মোদী ।

মুকুল রায় বলেন, ‘একই দিনে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে সভা করার মতো হিম্মত বাংলার কোনও রাজনৈতিক দলের নেই’। প্রধানমন্ত্রীর সভা মানে তাঁর নিরাপত্তার বন্দোবস্তও সেই রকম । ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ । রোদ থেকে কর্মীদের বাঁচাতে মাঠের বেশ কিছুটা অংশ ঢেকে ফেলা হচ্ছে অ্যালুমিনিয়ামের ছাউনিতে । আনা হয়েছে প্রায় আঠারোটি জার্মান অ্যালুমিনিয়ামের হ্যাঙার । ব্রিগেডের প্রায় ২৫ লক্ষ বর্গ ফুট এলাকা ঢাকছে এই হ্যাঙারে । ওপরে থাকছে আলুমিনিয়ামের চাদর । তিনটি করে রো হবে । প্রতি রো-তে ছ’টি করে হ্যাঙার থাকবে । ভিড়ের চাপে যাতে অস্থায়ী কাঠামো ভেঙে না পড়ে, মেদিনীপুরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় হ্যাঙারের ব্যবস্থা । এই হ্যাঙারের প্রযুক্তি সরবরাহ করছে ঝাড়খন্ডের একটি সংস্থা । বিজেপির অন্যতম সাধারন সম্পাদক এবং ব্রিগেডের দ্বায়িত্বে থাকা সঞ্জয় সিং জানিয়েছেন, এই অ্যালুমিনিয়ামের ছাউনি তৈরির বরাত পেয়েছে হাওড়ার একটি সংস্থা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *