নয়াদিল্লি: ক্রিকেট খেলার সময় ‘রিভার্স স্যুইং’ করানোর জন্য বিখ্যাত ছিলেন ইমরান খান। সেই কৌশল দিয়ে তিনি ভারতের লোকসভা নির্বাচনকেও প্রভাবিত করতে চাইছেন। বুধবার এক সাক্ষাৎকারে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি।
নির্বাচনের দামামা বাজতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে জানান, এবারের লোকসভা ভোটে বিজেপি জিতলে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত হবে। এই মন্তব্যের পরেই মোদি-পাকিস্তান যোগ নিয়ে সরব হয় বিরোধীরা। মোদির পাকিস্তান প্রীতি নিয়ে লাগাতার প্রচারে নামে কংগ্রেসও। এদিন বিরোধীদের পাল্টা জবাব দিয়ে মোদি বলেন, ‘ভুললে চলবে না যে, ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন। সম্প্রতি তাঁর রিভার্স স্যুইংয়ের মতো মন্তব্য দিয়ে ভারতের নির্বাচনকেই প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। যদিও রিভার্স স্যুইংয়ের পাল্টা হেলিকপ্টার শট মারতে জানেন ভারতীয়রা।’