পাক জঙ্গিদের গুলি ও বুলেট খাইয়েছে মোদির সেনা, কী বললেন যোগী?

আজ বিকেল: কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়, মাসুদ আজাহারকে জি সম্বোধন করে। আর মোদিজির সেনা সেই জঙ্গিদের গোলাগুলি খাইয়ে উপরে পাঠিয়ে দেয়। রবিবার এক জনসভায় এমন মন্তব্য করে বেশ বিড়ম্বনায় পড়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ভারতীয় সেনাকে মোদির সেনা বলে উল্লেখ করেছেন, এই ঘটনায় একযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস।

b800781fca962784da4ae828014a4aed

পাক জঙ্গিদের গুলি ও বুলেট খাইয়েছে মোদির সেনা, কী বললেন যোগী?

আজ বিকেল:  কংগ্রেস জঙ্গিদের  বিরিয়ানি খাওয়ায়, মাসুদ আজাহারকে জি সম্বোধন করে। আর মোদিজির সেনা সেই জঙ্গিদের গোলাগুলি খাইয়ে উপরে পাঠিয়ে দেয়। রবিবার এক জনসভায় এমন মন্তব্য করে বেশ বিড়ম্বনায় পড়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ভারতীয় সেনাকে মোদির সেনা বলে উল্লেখ করেছেন, এই ঘটনায় একযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস।

এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ভারতীয় সেনাকে অপমান করেছেন যোগী। এক ব্যক্তি কীভাবে সেনার কৃতিত্বের দাবিদার হয় প্রশ্নও তুলেছেন তিনি। সেনাক কর্মদক্ষতাকে ছোট করে দেখাচ্ছে বিজেপি, এ মেনে নেওয়া যায় না। দেশের মানুষ সেনার সঙ্গে হওয়া এই অপমান কিছুতেই মেনে নেবে না।

অন্যদিকে এক টুইট বার্তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, তিনি বলেন, ১৯৯৯ সালে ছিনতাই হওয়া বিমান ফিরে পেতে মাসুদ আজহারকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন অজিত দোভাল। সেই দোভাল এখন দেশের নিরাপত্তা উপদেষ্টা। কবর তো বিজেপি নিজেই খুঁড়েছে, এখন দায় এড়াতে অন্যদের দোষারোপ করছে। এদিকে ভারতীয় সোনাবাহিনীকে মোদি সেনা হিসেবে ব্যাখ্যা করে সাঁড়াশি চাপে পড়েছেন যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *