মুম্বই: ভোটে না লড়েও রাজনীতির ময়দানে প্রাসঙ্গিকতা ধরে রাখতে মরিয়া রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। আর তাঁর নিশানায় যে বিজেপি, তা পরিষ্কার করে দিলেন এমএনএস প্রধান।
মুম্বইতে একটি জনসভায় তিনি বলেন, ‘নির্বাচনে না লড়লেও আমি মহারাষ্ট্রে আট থেকে দশটি সভা করব। অনেকে বলাবলি করছেন যে আমি কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গে আছি। আমি তাঁদের সঙ্গে যোগ দিইনি। দেশের সামনে এখন সবচেয়ে বড় বিপদ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। আমি তাঁদের বিরুদ্ধে লড়াই করব। তাতে যদি কংগ্রেস-এনসিপি জোট সুবিধা পায়, পাক।’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করে রাজ বলেছেন, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে দিন। তিনি ভালো কাজ করবেন।’