মোদিকে এমন দেব না, সারাজীবন মবে রাখবে: মমতা

রায়গঞ্জ: লোকসভা নির্বাচনে ৪২ আসন জিতে দিল্লিতে সরকার গঠন করবে তৃণমূল৷ আর সেই কারণে সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট না করার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা দিল্লিতে সরকার গড়ব৷ আর সেই কারণে সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না৷ কারণ ওদের দিয়ে কিছুই হবে না৷ তাই আপনারা

মোদিকে এমন দেব না, সারাজীবন মবে রাখবে: মমতা

রায়গঞ্জ: লোকসভা নির্বাচনে ৪২ আসন জিতে দিল্লিতে সরকার গঠন করবে তৃণমূল৷ আর সেই কারণে সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট না করার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা দিল্লিতে সরকার গড়ব৷ আর সেই কারণে সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না৷ কারণ ওদের দিয়ে কিছুই হবে না৷ তাই আপনারা আমাদের ভোট দিন৷’’

মোদিকে এমন দেব না, সারাজীবন মবে রাখবে: মমতাএদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘বিজেপিকে আমরা বিনা যুদ্ধে জমি ছাড়ব না৷ মোদিকে হারাতে বিজেপিকে একটি ভোটও নয়৷’’ বলেন, ‘‘করতে হয়, করো৷ মরতে হয় মরব৷ কিন্তু, মোদিকে আমরা ছাড়ব না৷ মোদিকে এমন দেব না, সারা জীবন মনে রাখবে৷’’

এবারের নির্বাচনে তৃণমূলের দিল্লি দখলের স্বপ্ন পূরণের লক্ষ্যে রায়গঞ্জ জেতার জন্য আবেদন করেন৷ বলেন, ‘‘বাংলা দিল্লিতে সরকার গড়ব৷ আর সেই কারণে রায়গঞ্জ আমার চাই৷ কি দেবেন তো৷ ভিক্ষা নয়, হাত পেতে চাইছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =