বেঙ্গালুরু: দেশের সার্বিক সুরক্ষার স্বার্থে এবং সন্ত্রাসবাদ ও পাকিস্তানকে ‘যথাযথ’ জবাব দিতে আরও একবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিরই বসা উচিত।
শনিবার শিমোগার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র বি ওয়াই রাঘবেন্দ্রর সমর্থনে ভোট প্রচারে অংশ নেন বিজেপি সভাপতি। রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বাঙ্গারাপ্পার পুত্র তথা প্রাক্তন বিধায়ক মধু বাঙ্গারাপ্পা জেডি(এস)-এর হয়ে রাঘবেন্দ্রর বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
এদিন শিমোগার ভদ্রাবতীতে দলীয় প্রার্থী এবং দলের সর্বভারতীয় সভাপতির জন্য বিরাট রোড শোয়ের আয়োজন করেছিল বিজেপি। একটি সুসজ্জিত রথেরও ব্যবস্থা করা হয়েছিল। কাটআউট, ফ্লেক্স, পোস্টার নিয়ে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক এদিনের এই রোড শোয়ে অংশ নেন। যদিও দেড় কিলোমিটারের বেশি এগোয়নি রোড শো। এরপরই উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত বলেন, ‘রাঘবেন্দ্রকে সাংসদ করার লক্ষ্যে নয়, নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করার জন্য এবারের নির্বাচন হচ্ছে।’ এরপর জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘কেন আমরা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করব?’ উত্তরটাও নিজেই দিয়ে দেন, ‘দেশকে সুরক্ষিত রাখতে। সন্ত্রাসবাদ এবং পাকিস্তানকে যথাযথ জবাব দিতে।’ আর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে জনতাকে পদ্মচিহ্ন এবং রাঘবেন্দ্রর নামের পাশের বোতামটি টিপতে হবে বলেও জানান বিজেপি সভাপতি।