দিদির আঁকা কুৎসিত ছবি উপহার চাইলেন মোদি!

কলকাতা: মিষ্টি, কুর্তার বিতর্কের পর এবার মুখ্যমন্ত্রীর আঁকা উপহার হিসাবে পেতে চাইলেন নরেন্দ্র মোদি৷ টাকির জনসভা থেকে মমতার আঁকা ছবির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন মোদি৷ কটাক্ষের সুরে জানান, আগামী ২৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিন মমতা যেন তাঁর আঁকা ছবি মোদিকে উপহার দেন৷ বলেন, ‘‘আপনি নিজেই শিল্পী৷ শুনেছি, নারদা-সারদা নাম জপ করে কোটি

দিদির আঁকা কুৎসিত ছবি উপহার চাইলেন মোদি!

কলকাতা: মিষ্টি, কুর্তার বিতর্কের পর এবার মুখ্যমন্ত্রীর আঁকা উপহার হিসাবে পেতে চাইলেন নরেন্দ্র মোদি৷ টাকির জনসভা থেকে মমতার আঁকা ছবির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন মোদি৷ কটাক্ষের সুরে জানান, আগামী ২৩ মে  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিন মমতা যেন তাঁর আঁকা ছবি মোদিকে উপহার দেন৷

বলেন, ‘‘আপনি নিজেই শিল্পী৷ শুনেছি, নারদা-সারদা নাম জপ করে কোটি টাকায় বিক্রি হয় আপনার ছবি৷ বাংলার মাটি থেকে আপনাকে বলছি, আপনার রাগ ঠান্ডা করার জন্য আমার জন্য একটি কুৎসিত ছবি আঁকুন৷ ওটাই আমাকে উপহার দিন৷ আমি গ্রহণ করব৷’’

ফলাফল নিয়ে মমতাকে কটাক্ষ করে মোদি বলেন, ‘‘গত পাঁচ-ছয় দফার ভোটে একার ক্ষমতাতেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন জিতে গেছে বিজেপি৷ এখনও পর্যন্ত যে জনমত সমীক্ষা আসছে তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বাংলা থেকে যে আসন পাবে বিজেপি তাতে তিনশ পেরিয়ে যাবে৷’’ শুধু আসন জেতার কথা বলেই এ দিন ক্ষান্ত থাকেননি নরেন্দ্র মোদী। বক্তৃতায় মমতাকে কটাক্ষ করার প্রসঙ্গে এক সময়ে বলেন, “ভোটের পর প্রধানমন্ত্রী হিসাবে আমার ফের শপথ গ্রহণের পর আপনি আমার বাড়িতে আসবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =