এক মাসে ৩ বার বাংলা সফরে মোদি, শুরু প্রস্তুতি

কলকাতা: ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার এক মাসের তিন-তিনবার৷ যদিও নভেম্বর মাসে তাঁর রাজ্য সফর প্রতিটি সরকারি সফর৷ প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর কলকাতা পোর্টট্রাস্টের সার্ধশতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে বাংলা সফরে আসবেন নরেন্দ্র মোদি৷ কলকাতা পোটট্রাস্টের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন তিনি৷ এরপর ১১ নভেম্বর ফের রাজ্যে

এক মাসে ৩ বার বাংলা সফরে মোদি, শুরু প্রস্তুতি

কলকাতা: ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার এক মাসের তিন-তিনবার৷ যদিও নভেম্বর মাসে তাঁর রাজ্য সফর প্রতিটি সরকারি সফর৷

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, আগামী ৫ নভেম্বর কলকাতা পোর্টট্রাস্টের সার্ধশতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে বাংলা সফরে আসবেন নরেন্দ্র মোদি৷ কলকাতা পোটট্রাস্টের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন তিনি৷ এরপর ১১ নভেম্বর ফের রাজ্যে আসবেন নমো৷ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে খবর৷ শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তনে উপস্থিত হয়ে ক্যাম্পাস ঘুরে দেখবেন মোদি৷ কথা বলবেন বিশ্বভারতীর প্রাক্তনীদের সঙ্গে৷ বর্তমান বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন৷

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন ভারত-বাংলাদেশ টেস্টম্যাচ হবে৷ ক্রিকেটের নন্দন কাননে ভারত-বাংলাদেশ ম্যাচের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সিএবি৷ ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানান হয়েছে৷ আমন্ত্রণ পাঠানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =