আমেদাবাদ: সাতসকালে মায়ের পাঁ ছুঁয়ে প্রমাণ করে ভোট দিলে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মায়ের হাতে মিষ্ঠি খেয়ে সটান ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান নমো৷ ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রীক অধিকার প্রয়োগ করেন তিনি৷ ভোট দেওয়ার পর গত পাঁচ বছরে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন মোদি৷ ভোটদিয়ে দেশবাসিকে নয়া বার্তাও তুলে ধরেন৷
#WATCH PM Narendra Modi after casting his vote in Ahmedabad says, ” The weapon of terrorism is IED, the strength of democracy is voter ID.” #LokSabhaElections2019 pic.twitter.com/X0LBPI5qcu
— ANI (@ANI) April 23, 2019
বলেন, ‘‘কুম্ভ স্নান করলে যেমন পবিত্র হওয়া যায়, গণতন্ত্রের উত্সবে ভোট দিয়ে একই অনুভব হয়৷ সন্ত্রাসের অস্ত্র আইইডি৷ ভোটের শক্তি ভোটার আইডি৷ আর আইইডি থেকেও শক্তিশালী ভোটার আইডি৷’’ মঙ্গলবার সকালে আমেদাবাদে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দেন তিনি৷ ভোট প্রদানের আগে মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী৷ মায়ের পা ছুঁয়ে আর্শীবাদ নেন৷ মায়ের হাতে মিষ্টিমুখও করেন৷ মোদীকে লাল রঙের শাল উপহার দেন তাঁর মা হীরাবেন৷
Gujarat: Prime Minister Narendra Modi arrives to cast his vote at polling booth in Nishan Higher Secondary School in Ranip, Ahmedabad; BJP President Amit Shah also present pic.twitter.com/wu3Y5EopRF
— ANI (@ANI) April 23, 2019
Gujarat: Prime Minister Narendra Modi met his mother at her residence in Gandhinagar today. He will cast his vote in Ahmedabad, shortly. pic.twitter.com/CUncTSpBTt
— ANI (@ANI) April 23, 2019
Gujarat: BJP President Amit Shah and his wife Sonal Shah cast their votes at polling booth in Naranpura Sub-Zonal office in Ahmedabad pic.twitter.com/0lNdyv0XDp
— ANI (@ANI) April 23, 2019
এদিন আমেদাবাদের রনিপের বুথে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আমেদাবাদের রনিপের নিশান উচ্চবিদ্যালয়ে ভোট দেন৷ সেই বুথে উপস্থিত ছিলেন অমিত শাহ৷ ভোট দেওয়ার আগে উত্সুক ভোটারদের সঙ্গে মোদিকে আলাপ জমাতেও দেখা যায়৷ এক শিশুকে কোলে তুলে আদর করেন তিনি৷ এ দিন আমেদাবেদ প্রধানমন্ত্রী ছাড়াও ভোট দেন করবেন অমিত শাহ৷ ভোটের লাইনে দেখা যায় অরুণ জেটিলকে৷ ভোটদেন এল কে আডবাণী৷ গান্ধীনগরে অমিত শাহের ভাগ্যনির্ধারণ হতে চলেছে আজ৷