কাউকেই রেয়াত নয়, আরজিকর আবহে নারী নির্যাতন নিয়ে কড়া বার্তা মোদির

Modi on women violence সন্দেশখালি কাণ্ডে সরাসরি নাম করে বারবার তৃণমূল সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে…

Modi on women violence Narendra Modi women abuse message

Modi on women violence

সন্দেশখালি কাণ্ডে সরাসরি নাম করে বারবার তৃণমূল সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে তাৎপর্যপূর্ণভাবে আরজিকর কাণ্ড নিয়ে সরাসরি নাম করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। (Modi on women violence)

Modi women violence speech

স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও কিন্তু নাম করেননি আরজিকরের। এই পরিস্থিতিতে রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি কর্মসূচি থেকে ফের এই ইস্যুতে সরব হলেন তিনি। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে,

“প্রত্যেকটি রাজ্য সরকারকে এ কথা আরও একবার মনে করিয়ে দিতে চাই যে, মহিলাদের উপর অপরাধের ঘটনা কোনও ভাবেই রেয়াত করা হবে না। কে অপরাধী সেটা বড় কথা নয়। শুধু দেখতে হবে কেউ যেন ছাড় না পায়। আমি আপনাদের নিশ্চিত করে বলছি মহিলাদের উপর সব রকম অত্যাচার বন্ধ করার জন্য রাজ্য সরকারগুলি যে পদক্ষেপ করছে তার পাশে রয়েছে কেন্দ্র। আমাদের সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।”

 

Women safety

কিছুদিন আগেই মহারাষ্ট্রে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে। আরজিকর কাণ্ডের যথেষ্ট প্রভাব পড়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহরে। তাই নির্বাচনমুখী মহারাষ্ট্রের পাশাপাশি গোটা দেশজুড়েই মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী নিরাপত্তার বার্তাই দিয়েছেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের পাশাপাশি সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল যে বিপুল সাফল্য পেয়েছে সেখানে মহিলাদের ভোট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে রাজনীতির কারবারিরা মনে করেন।

RG Kar incident

এরপর থেকেই বারবার বিজেপির সর্বস্তরের নেতাদের মুখে নারী ক্ষমতায়ন ও তাঁদের নিরাপত্তার কথা আরও বেশি করে শোনা যাচ্ছে। যদিও বিরোধীদের অভিযোগ একের পর এক বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। তাই রবিবার সুনির্দিষ্টভাবে কারও নাম না করে প্রত্যেকটি রাজ্যের উদ্দেশেই এই ইস্যুতে জোরালো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

women empowerment

মহিলাদের পাশে রয়েছে বিজেপি, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কোনও বিশেষ রাজনৈতিক দল পরিচালিত সরকারের কথা তুলে ধরেননি। সার্বিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে গোটা মহিলা সমাজ।

আরও পড়ুন-

পরিস্থিতি এক করে দিয়েছে ৩ মাথাকে! বিজেপির ‘ত্রিভুজ’ ভরসা দিচ্ছেন কর্মীদের

সন্দীপকে নিয়ে জাল গোটাচ্ছে CBI! শীঘ্রই আসবে ‘বড় খবর’?

‘কীর্তিমান’ সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়? যত কাণ্ড তাঁর আমলেই?

কেন আর জি করের দায়িত্বে আধাসেনা? নিজেকে প্রশ্ন করুক কলকাতা পুলিশ

India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে

ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!

 

PoliticsPM Modi delivers a strong message against violence towards women, indirectly referencing incidents like RG Kar. As Maharashtra elections approach, his stance signals BJP’s commitment to women’s safety nationwide.