নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন এনসিপি নেতা তথা রাজ্যসভার সাংসদ মাজিদ মেনন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই এনসিপি নেতা বলেন, ‘অশিক্ষিতরা যেমন কথা বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী তেমনি কথা বলেন। মোদি এত বড় পদে বসে রয়েছেন। সাংবিধানিক পদ এটি। এমন পদে যাঁরা বসেন তাঁদের রাস্তা থেকে বাছা হয় না।’
এর আগেও শাসকদলের নেতাদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বিজেপি নেতাদের নেপালে গিয়ে লড়ার পরামর্শ দিয়েছিলেন। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় কোনও জঙ্গির মৃত্যু হয়নি বলেও মন্তব্য করেছিলেন। আকলাখকে পিটিয়ে মারার অভিযোগ নিয়ে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জবাবদিহি দাবি করেছেন। পাশাপাশি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীর বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেন মেনন। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের একটি মাপকাঠি থাকা উচিত।