নয়াদিল্লি: পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব কাঁধে উঠেছে আগেই। সম্প্রতি গিয়েছিলেন মা সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বেরিলিতে। নাগালে পেয়ে উৎসাহী কর্মীদের প্রশ্ন ছিল, ভোটে লড়বেন? সহাস্য জবাব এসেছিল, বারাণসী থেকে লড়ি! জল্পনাটা তৈরি হয়েছিল তখন থেকেই।
জল্পনার গণ্ডি ছাপিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট। সূত্রের খবর অনুযায়ী, বারাণসী থেকে লড়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি টক্কর দিতে প্রস্তুত সোনিয়া-কন্যা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার পড়েছে হাইকমান্ডের উপর। অর্থাৎ রাহুল ও সোনিয়ার সবুজ সঙ্কেত মিললেই মোদি বনাম প্রিয়াঙ্কার লড়াই পাকা। এবারের ভোটের সবচেয়ে নজরকাড়া লড়াই দেখবে গঙ্গাপাড়ের বারাণসী।
২০১৪ সালের ভোটের আগে মোদির বক্তব্য ছিল, গঙ্গা মাইয়ার ডাকে সাড়া দিয়ে বারাণসীতে এসেছি। এবার বারাণসীতে ভোট ১৯ মে। শেষ দফায়। রিপোর্ট অনুযায়ী, পাকা সিদ্ধান্ত হয়ে গেলে শেষ দিনে বারাণসী থেকে প্রিয়াঙ্কার মনোনয়ন পেশের মাধ্যমে বড় চমক দিতে পারে কংগ্রেস। এবার কংগ্রেস কর্মীরা প্রথম থেকেই দাবি তুলছিলেন, উত্তরপ্রদেশ থেকে ভোটে লড়ুন প্রিয়াঙ্কা। এবিষয়ে রাহুল গান্ধীর জবাব ছিল, সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কাই। আর সেই প্রেক্ষিতেই খবর আসতে শুরু করেছে, সরাসরি মোদির বিরুদ্ধে লড়তে চাইছেন সোনিয়া-কন্যা।