বাংলা থেকে ভোটে দাঁড়াক মোদি, খোলা চ্যালেঞ্জ মমতার

বাংলা থেকে ভোটে দাঁড়ালে নোটবন্দির মতোই ব্যর্থ হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জনতার আদালতে ‘বিচার’ হবে তাঁর। এমনই মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় শোনা গিয়েছিল, এই বাংলার কোন আসন থেকেই ভোটে দাঁড়াবেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, যে কেউ যে কোনও আসন থেকে লড়তে পারেন। আমি বারাণসী

বাংলা থেকে ভোটে দাঁড়াক মোদি, খোলা চ্যালেঞ্জ মমতার

বাংলা থেকে ভোটে দাঁড়ালে নোটবন্দির মতোই ব্যর্থ হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জনতার আদালতে ‘বিচার’ হবে তাঁর। এমনই মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একটা সময় শোনা গিয়েছিল, এই বাংলার কোন আসন থেকেই ভোটে দাঁড়াবেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, যে কেউ যে কোনও আসন থেকে লড়তে পারেন। আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াতে পারি। এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু, মোদিবাবু যদি বাংলা থেকে দাঁড়ান তাহলে নোটবন্দির মতোই ব্যর্থ হবেন। জনতার আদালতে সাজা হবে ওঁর। দেশের যে ক্ষতি করেছেন তাঁর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। মোদি লড়লে আমরা খুব খুশি হব। একটা আসন থেকে সমস্যা থাকলে ৪২ টি কেন্দ্র থেকে লড়তে পারেন।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই নির্বাচন বিজেপির কফিনে শেষ পেরেকের মতো হয়ে উঠবে। ওঁরা বলছে বাংলার সমস্ত বুথ ‘সুপার সেন্সেটিভ’। ওঁরা নির্বাচনে লড়ুক। আরএসএস, বজরং দল থেকে শুরু করে সমস্ত শক্তি নিয়ে এসেই লড়াই করুক ওঁরা। বাংলার খাদ্য-খাবার থেকে শুরু করে সংস্কৃতি উপভোগ করুন। কিন্তু মনে রাখবেন ভোটে বাংলার মানুষ আপনাদের বিদায় জানাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =